ঈশ্বরের প্রেম সাধন । ৩১ জন্য তাহাকে এখান হইতে লইয়া গেলেন বলিয়। র্তাহাকে ধন্যবাদ দিতে পারি। যাহারণ মনে করে এরূপ সংসার উপভোগ করিতে গিয়া সাধক সংসারে নিমগ্ন হইবে, তাহাদিগের বিষম ভ্রম। সংসার মধ্যে ঈশ্বরের প্রেম দর্শন করিয়া তাহাতেই প্রেম বৃদ্ধি হয়, সংসারেতে নহে । বিষয়েয়ু গরিঠোইপি রাগো ষত্র বিলীয়তে বিষয়েতে অতিমাত্র অনুরাগও - বাহাতে ( ঈশ্বরেতে ) বিলীন হয়, ঈশ্বর প্রেম সাধনে একথা মনে থাকিলে ভয় করিবার আর কোন কারণ থাকে না । প্র । ঈশ্বরে যথার্থ প্রেম কাহাকে বলা যায় ? উ। ঈশ্বরের জন্য ঈশ্বরের প্রতি প্রেম করাই তাহার প্রতি যথার্থ প্রেম। নিঃস্বার্থ, অহেতুক, অকিঞ্চন ভক্তি হইতে যে প্রেম সমুদ্ভূত হয়, তাহাঁই যথার্থ প্রেম। প্র। র্তাহার প্রতি প্রীতি হইয়াছে কি প্রকারে বুঝা যায় ? উ। ইহার পরীক্ষা, ভার সঙ্গে সহবাসে, তার কথায়, ভার সেবায় আনন্দ হয় কি না ? র্যাহাকে ভাল বাসি, তজ্জন্য আমরা আমাদিগের প্রাণ দিতেও কুষ্ঠিত হই না। ঈশ্বরের জন্য আমরা সৰ্ব্বস্ব অনায়াসে ত্যাগ করিতে পারি কি না এবং তাহা করিয়া সুখী হই কি না ? - প্র । সাধনের মধ্যে কোন অবস্থাটি ঘোর পরীক্ষার অবস্থা ? - উ । সাধনে অনেক পরীক্ষা আছে, তন্মধ্যে সাধনের প্রথমাবস্থায় ঈশ্বর সহবাসের আমোদ লাভ করিয়৷ মধ্যাবস্থাতে যে ঈশ্বর সহবাস হইতে বঞ্চিত হইতে হয়, এইটা অতি ভয়ানক পরীক্ষার অবস্থা। এই সময়ে অনেকে দণ্ডায়মান থাকিতে
পাতা:ধর্ম্মসাধন.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।