পাতা:ধর্ম্মসাধন.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্তৰ্দ্দ ষ্টি | ৩৯ হওয়া । কথায় বল না বল, তাহাতে ক্ষতি নাই ; কিন্তু মন যখন অনন্যগতি, শরণাপন্ন ও বিনয়ী হইল, তখনি তাহাতে প্রার্থীর ভাব প্রকটিত হইল। সরল প্রার্থীকে ঈশ্বর স্বর্গের দ্বার খুলিয়। প্রার্থিত বস্তু প্রদান করিয়া কৃতাৰ্থ করেন। 3O3 অন্তর্দৃষ্টি । প্র । অন্তর্দৃষ্টি সৰ্ব্বদা জাগ্রৎ রাখিবার সাধন ক ? উ। আমরা অভ্যাসবশতঃ সৰ্ব্বদা বহিবিৰ্ষয়ে ব্যাপৃত থাকি। অভ্যাস প্রথমতঃ আমাদিগের কার্য্য হইতে হয়, অবশেষে আমরা তাহার অধীন হইয়া পড়ি। অভ্যাস আর কিছু নয়, কতকগুলি ভাব বা কাৰ্য্যস্বত্র একত্র করা, তাহার একটকে টানিলে সবগুলি আইসে। বারংবার কোন কথা বলিতে বলিতে তাহ সহজ হয় । চক্ষু কৰ্ণ প্রভৃতি বাহিরের ইন্দ্রিয় লইয়াই আমরা কাৰ্য্য করি, এইজন্ত আমাদের অভ্যাস বাহিরের বিষয়েই ধাবিত হয় । অন্তর আমরা দেখি না, সে দিকে দৃষ্টিপাত করিতে যাওয়া সময় নষ্ট করা মনে করি। কেহ চক্ষু নিমীলিত করিয়া ধ্যান করিতে বসিলে সংসারী বলিবে, এ লোকট। মিছামিছি সময় হরণ করিতেছে । কিন্তু জানা উচিত একটা লাভ না থাকিলে কেহ কোন বিষয়ে যায় না । বহির্বিষয়ে কেন লোক আকৃষ্ট হয় ? ধন বা মান মৰ্য্যাদার জন্ত, কেন না তাহাতে লাভ, সুখ ও সাংসারিক শ্ৰীবৃদ্ধি হইবে । ইহারই জন্ত লোকে পাহাড় সাগর তুচ্ছ করিয়া দিন রাত্রি পরিশ্রমপূর্বক অর্থ উপার্জন করিতেছে। আধ্যাত্মিক শ্ৰীবৃদ্ধি লক্ষ্য থাকিলে তজ্জন্ত আমরা রৌদ্র বৃত্যু