পাতা:ধর্ম্মসাধন.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Հ ধৰ্ম্মসাধন । জীবনে দেখ্রিয়াছেন,যে সময় কোন বিষয় বুঝিতে না পারেন, যদি শান্তভাবে ধৈৰ্য্য-সহকারে সত্য বুঝিবার জন্ত প্রার্থন করেন, সকল সন্দেহ দূর হইয়া যায়। ঈশ্বরের মঙ্গলস্বরূপে দৃঢ় বিশ্বাস কর; যাহা বুঝিতে না পার, তিনি বুঝাইয়া দিবেন। বিপদ, রোগ, মৃত্যু, সকলি মঙ্গলের কারণ জানিতে পারিবে । যাহার প্রমাণ নাই, অন্ধ হুইয়া তাহ ধরিয়া থাক। ব্রাহ্মধৰ্ম্মসন্মত নহে । কিন্তু যাহা প্রমাণ-সিদ্ধ, তাহার এক অংশ না বুঝিলেও বিশ্বাস করিতে হইবে। বুদ্ধি ভিন্ন বিশ্বাসের অন্য প্রমাণ আছে। মন অপেক্ষ প্রাণের প্রমাণ অধিক প্রত্যক্ষ । প্র। কোন সাধন দ্বারা ঈশ্বরের সহিত প্রাণের যোগ হয় ? - - উ। ব্রাহ্মধৰ্ম্ম বলেন ঈশ্বরের সহিত প্রাণের যোগই সৰ্ব্ব শ্রেষ্ঠ যোগ । জ্ঞান দ্বারা পুস্তকাদি অধ্যয়ন করিয়া ঈশ্বরকে সত্যস্বরূপ বলিয়া জানি । হৃদয়ের প্রেম দ্বার তাহার প্রেম উপলব্ধি করি। হস্ত দ্বারা তাহার কার্য্য করি । সত্যস্বরূপ, প্রেমস্বরূপ, পবিত্র স্বরূপ, ঈশ্বরের সহিত এই ত্ৰিবিধ যোগসাধন করিতে পারি। কিন্তু শ্রেষ্ঠ যোগ-প্রাণের যোগ অর্থাৎ ঈশ্বরে জীবিত থাকি, তাহ ছাড়া হইলেই মৃত হই ইহা অনুভব করা। জলে মৎস্য থাকে কেন ? জলের সহিত মৎস্যের আর কিছুর যোগ নয়—প্রাণের যোগ । সে জীবনে জীবন লাভ করে, অম্ভর হইলে বঁাচে না । ঈশ্বরের সহিত ভক্তের সেইরূপ যোগ হইলে ঈশ্বর ভিন্ন বাচি না একথার অর্থ বুঝা যায়। ভক্ত কেন উপাসনা করেন, কেন ঈশ্বরকে ভাল বাসেন ? মাছ কেন জলে থাকে, কেন জল ভালবাসে এ জলের উপরেই মাছের জীবন