পাতা:ধর্ম্মসাধন.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 ধৰ্ম্মসাধন । سسسسسس----------ساجه سسسسسسسسده আত্মানুসন্ধান । । প্র। উপাসনার মধ্যে মন যখন চঞ্চল হয়, তখন কি কর্তব্য ? - উ । তখন ঈশ্বরের নিকট ছোট ছোট প্রার্থনা করিলে বিশেষ উপকার হয় । প্র । তাহা কি কষ্টসাধ্য নহে ? উ। তাহাতে প্রথমে মনে একটা কষ্টকর সংগ্রাম উপস্থিত । হয় বটে, কিন্তু পরে তাহাদ্বারাই মন উপাসনাতে স্থির হয়। ই ছ। প্রত্যক্ষসিদ্ধ । - প্র। মৃত্যুচিস্তাদ্বারা আপনার অসারতা বুঝা যায় কি না ? - - -- উ। এ জীবনের অথবা সংসারের সঙ্গে সম্বন্ধ অনিত্য এরূপ চিন্তায় যে বৈরাগ্যোদয় হয় তাহা ক্ষণিক, ভাহা আসারতা বোধের ঠিক উপায় নহে। আপনার অসহায় অবস্থা, বাস্তবিক অক্ষমতা, এবং ঈশ্বরের কৃপা ও বলের উপর সম্পূর্ণ নির্ভর এই সত্য হৃদয়ঙ্গম করিলে অসারত উপলব্ধি হয় । আপনার অজ্ঞানভা, অপ্রেম, অপবিত্রতা, দুৰ্ব্বলভ এই সকল ধরিয়া অনন্ত জ্ঞান, প্রেম, পবিত্রতা ও শক্তির সাগরের প্রতি যত দৃষ্টি যায়, ততই নিজের অসারতা গাঢ়রূপে হৃদয়ঙ্গম হয়। । প্র । অামাদিগের যে সকল অভাব ও দোষ অনেক দিন হইতে রহিয়াছে জানিতেছি, তাহার হ্রাস হইতেছে না কেন ? - উ । আত্মানুসন্ধানের অভাবই ইহার কারণ পাপ সকল চোরের ন্যায় আমাদের হৃদয়ে প্রচ্ছন্ন বেশে থাকে