পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । "O নিকটে যায়, তার নিরানন্দ, অশান্তি, ক্ৰন্দন সব পলায়ন করে এবং সে আনন্দ প্রাপ্ত হয়। তার মঙ্গল হয়, কেননা তুমিশিবং মঙ্গল স্বরূপ, দয়ার সাগর। কেহ মনে করিতে পারে, তিনি আনন্দ, আমার কি ? তা নয় তিনি মঙ্গলস্বরূপ, দয়া করিয়া আমাদিগকে আনন্দ দিবেন। এটি ভাবিলে চিরকাল যে দয়া করিয়াছেন, সব মনে আসিবে। প্রাণ মন, বিদ্যা বুদ্ধি, জ্ঞান ধৰ্ম্ম, আত্মীয় স্বজন, সুখ সৌভাগ্য, সকলই তাহার দয়া হইতে। তিনি অনন্ত জীবনের আশা ভরসা, চিরসহায়, চিরসুহৃদ। জীবনে র্তাহার বিশেষ দয়া এক এক করিয়া যত স্মরণ হইবে, কৃতজ্ঞতার ভাব ততই উচ্ছসিত হইতে থাকিবে । - - তার পর অদ্বিতীয়ং এই যে তুমি সৰ্ব্বব্যাপী, তোমার শাসনে চরাচর শাসিত, দয়াময় ঈশ্বর, তুমি একই অদ্বিতীয়। দয়াময় পাপীর অদ্বিতীয় ত্ৰাণকৰ্ত্ত একই, দুই হইবার যে নাই। এই বাক্য হৃদয়ের সহিত উচ্চারণ করিলে যত ভক্তি প্রীতি, সকলই তার দিকে প্রবাহিত হয়। সকল জগৎকে এক পরিবার ও র্তাহাকে একমাত্র পিতা বলিয়া বোধ হয় । সৰ্ব্বশেষে ‘শুদ্ধমপাপবিদ্ধম্‌ তুমি নিষ্কলঙ্ক, পবিত্রতার আধার। যেমন আনন্দ স্বরূপ মনে করিলে দুঃখ সন্তাপ চলিয়া যায়, তেমনি যেই সেই পবিত্রত স্মরণ করি, অমনি পাপ মলিনতা চলিয়া যায়। তিনি পবিত্র, নতুবা কেমন করিয়া পাপীকে উদ্ধার করিবেন ? ' ' অতএব সজেপতঃ—তুমি ছায়ানও,সত্য বস্তু। এখানে আছ, - আমার সমুদায় জানিতেছ, আবার যখন আমাকে দেখিতেছ,