পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । در 8 উ। আত্মপরীক্ষা উপাসনা ও জীবনের কার্য্য এই দুয়ের মধ্যবর্তী বন্ধন। আত্মপরীক্ষা দ্বারা জীবনের প্রকৃত অবস্থা অবধারণ করিয়া ঈশ্বরের নিকট ঠিক প্রার্থনা করিতে পারি এবং প্রার্থনা করিয়া যাহা পাইলাম তাহ জীবনের ধন করিয়া লইতে পারি। আত্মপরীক্ষা কঠোর গুরু হইয়া দুইটা শাসনে জীবনকে দৃঢ় করিয়া রাখে—উপাসনা যথার্থ ভাবে করিতে হইবে এবং উপাসনা দ্বারা ঈশ্বরের যে আদেশ লাভ করিলাম, তাহা জীবনে পরিণত করিতে হইবে। “Well done, my son, with whom I am well pleased” of ঠিক্‌ কাজ করিয়াছ, আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি। প্রতিদিন ঈশ্বরের মুখ হইতে এই কথা না শুনিলে আত্মপরীক্ষা সম্পূর্ণ হইতে পারে না। প্র । কেবল আপনার জীবন দেখিলেই আত্মপরীক্ষা সম্পূর্ণ হয় কি না ? উ । আপনি, অন্যলোক এবং ঈশ্বর এই তিনই দৃষ্টিপথে না রাখিলে আত্মপরীক্ষার সম্পূর্ণ সাধন হয় না। আপনার পূর্বের জীবনের সহিত বৰ্ত্তমানের তুলনা করিয়। যেমন উন্নতি অবনতি নিৰ্দ্ধারণ করিতে হইবে, সেইরূপ সাধু জীবনের । দৃষ্টান্তে আপনাকে উন্নত করিতে হইবে। আবার ঈশ্বরের পূর্ণ আদর্শ সৰ্ব্বোপরি থাকিবে, কতদূর তাহার নিকটবৰ্ত্তী হইতে পারিতেছি বিনীতভাবে পরীক্ষা করিতে হইবে। প্র। আপনার দোষ গুণ কিরূপ দৃষ্টিতে দেখিতে হইবে ? উ। আপনার যদি কিছু গুণ দেখা যায়, তজ্জন্ত কিছু মাত্র অহঙ্কারী না হইয় তাহাতে কেবল ঈশ্বরকে ধন্যবাদ og