tt२ ধৰ্ম্মসাধন । প্র । সকল ধৰ্ম্ম সাধনের মূল কথা কি ? উ। সরল ভাবে প্রতিজ্ঞ করা:– “আমি চেষ্টা করিব।” । প্র। চেষ্টা করিব কে বলিতে পারে ? - উ। যে ইচ্ছা করে, সেই পারে। কিন্তু যথার্থ প্রাণগত সরল ইচ্ছা না হইলে চেষ্টা করিব বলিয়া প্রতিজ্ঞ আসিন্তে পারে না। অামারী অনেক সময় যাহা ইচ্ছা করি মনে করি, বাস্তবিক তাহা ইচ্ছা করি না, আমাদের হৃদয়ের গৃঢ় প্রার্থন অন্ত দিকে ধাবমান হয়, সুতরাং ইচ্ছা ও চেষ্টা সেই দিকেই ধাবিত হইয়া থাকে। আমি ভাল হইব, যথার্থ এ ইচ্ছা হইলেই ভাল হওয়া যায় । - - ۔ মুখও দেখিব না । অঙ্গীকার করিয়া তাহা প্রতিপালন না করিলে কি হয় ? এ কথা যে জিজ্ঞাসা করিতে পারে সে অস্বাভাবিক জন্তু । ভদ্র লোক আপনার গৌরবের হানিকর কোন কাৰ্য্য করিতে পারেন না। আমি যা বলি তেছি মনে থাকিলে আমার উপকার হয় । আমাদের বাঙ্গালীদের প্রধান দোষ ভীরুত, জীবনের যে প্রণালীকে কৰ্ত্তব্য বলিয়া স্থির হইবে তাহাতে দৃঢ় প্রতিজ্ঞ। পূর্বক জীবন সমর্পণ করা চাই। থিয়েডর পার্করের কি সাহস ! সহস্র বিপক্ষের সম্মুখে সত্য সমর্থনার্থ নিৰ্ভয়ে বলিলেন “I am Theodre Parker” “আমি লোক ভয়ে ভীত হইবার লোক নহি ।” তিনি নীতির সহিত ধৰ্ম্মের যোগ হওয়া নিতান্ত অবিশ্ব্যক বলিলেন । “কেবল নীতিতে একটী রন্ধন -হয়, কিন্তু তৎসঙ্গে ধৰ্ম্ম থাকিলে দুইটী বন্ধন রহিল । যিনি ঈশ্বরে বিশ্বাস করেন, তাহার উপর লোকের বিশ্বাস অধিক হইবেই হইবে । এইরূপ লোকই যথার্থ সচ্চরিত্র। কিন্তু ধৰ্ম্ম নীতিশূন্য হইলে-কুৰ্নীতি জীবনে থাকিলে ধৰ্ম্ম বলা মিছা ।”
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।