পাতা:ধর্ম্মসাধন.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিপুদমন ও চরিত্র সংশোধন। (t(t প্রথমটা স্মরণ মাত্র, তাহাতে পাপ নাই। পূৰ্ব্বে মদ খাইতাম, এখন ছাড়িয়াছি; কিন্তু ৫ জনকে মদ খাইতে দেখিয়া আপনার পূর্ব পাপ অভ্যাস স্মরণ হইল, তাহাতে পাপ হইল ন। সেই পাপের প্রতি বরং যত আন্তরিক ভয় ও ঘৃণার উদয় হয়, ততই আপনার চরিত্রের সাধুতা প্রতিপন্ন হয়। দ্বিতীয়ট বাসনা ভূমি, পাপ চিন্তা মনে আসিবা মাত্র ইচ্ছা হয়, আর একটু থাক্ । অনেকে মদ খাইতেছে দেখিলাম,আর r একটু দেখি, ক্রমে ইচ্ছ। হইবে একটু থাই, পরে মাতালের দ্যায় অচেতন হইয়া পড়ি । পাপ আসিবামাত্র অমনি আমনি চলিয়া যাওয়া কম লোকের ঘটে। অধিকাংশ স্থলে ইচ্ছা হয়, প্রিয় পাপকে আসন পাতিয়া বসাই, যেন তাকে শীঘ্র বিদায় হইতে না দি । যে ব্যক্তি আtধ মিনিট বা ৫ সেকেণ্ড মন্দ ইচ্ছাকে মনে থাকিতে দেয়, তাহাকে চিরজীবন তাহার কুফল ভোগ করিতে হয় । - - প্র। যদি স্বপ্নে কোন পাপ করা যায়, তাহাও ধৰ্ত্তব্য কি না ? উ। স্বপ্ন জাগ্রৎ অবস্থার ব্যঞ্জক স্বপ্নেতে এমত কিছু হয় না, যা জাগ্রৎ অবস্থায় না হয় । স্বপ্নের কার্য্যটী পাপ নয় বটে, তাহা মিথ্যা । কিন্তু তাহা পাঠ ও আলোচনা করিয়া অনেক শিক্ষা করা যায়। স্বপ্নে যদি কোন পাপ কাৰ্য্য করি, জাগ্রৎ অবস্থায় যে সে পাপ করিতে পারি, তাহ অসম্ভব বোধ হয় না। অতএব স্বপ্ন দ্বারাও আপনার অবস্থা বুঝিয়া সাবধান इं७ग्न' याँश्च । - - প্র। পাপ সকলের পরস্পরের সঙ্গে কিরূপ সম্বন্ধ ? : উ। পাপ সকল পরস্পরের সহায়তা করিয়া থাকে এবং