? রিপুদমন ও চরিত্র সংশোধন । ७) ও বিমোহিত হয়, ইহাকে শ্রদ্ধা না করিয়া কেহই থাকিতে পারে না । . প্র। রিপু দমনের জন্য কি কি উপায় নির্দিষ্ট হইয়াছে ? উ । প্রথমতঃ বলা হইয়াছে দৈনিক আত্মপরীক্ষা পুস্তকে কি কাৰ্য্যে কি চিন্তায় যতবার রিপুর উত্তেজনা হইবে, তত দাগ দেওয়া কৰ্ত্তব্য । দ্বিতীয়তঃ আত্মনিগ্রহের ব্যবস্থা কর। হইয়াছে অর্থাৎ একবার পাপ করিয়া ফেলিলে তজ্জন্ত ইচ্ছাপূৰ্ব্বক উপবাস ও সুখভোগ-ত্যাগ স্বীকার করিলে বা আচ্ছ। করিয়া চড় ও কানমলা খাইলে উপকার দর্শে। তৃতীয়তঃ ঈশ্বরানুরাগ ও সৎকার্য্যে মত্ত তাদ্বারা রিপুদমন হয়, ইহt সৰ্ব্বোৎকৃষ্ট উপায় । - ... - প্র । চিত্তনিগ্রহ না করিলে শরীরনিগ্ৰহ করিয়া কি হইবে ? উ। চিত্তনিগ্ৰহ করিবার জন্যই শরীর নিগ্রহ। উপবাস করিলে শুধু আমি খাইলাম না তাহ নয়, শারীরিক কষ্ট্রে মনও খুব কষ্ট পেয়ে বলিবে এরূপ পাপ আর করিব না । যদি মনের চৈতন্তের জন্ত ইচ্ছাপূর্বক ত্যাগ স্বীকার করা যায়, তাহাতে অবগুই সুফল ফলে, নতুবা হিতে বিপরীত হয়। প্র। সামাজিক শাসন ব্রাহ্মদিগের জন্ত আবগুক কি না ? উ। দণ্ডভয় ও পুরস্কার লোভে চিরকাল ধৰ্ম্ম শাসন চলিয়া আসিতেছে । তাহ নিকৃষ্ট শ্রেণীর উপায় বটে, কিন্তু ব্রাহ্মগণ আজিও সে সীমা অতিক্রম করেন নাই । ধমকানিতে এখনও অনেকের কু অভ্যাস দূর করা যায়। একটা দুষ্কৰ্ম্মের জন্ত মেথরের কানমলা খাইলে অনেকে তাহা হইতে বিরত হন । বাহা শাসন সকল আপ্লেক্ষিক, ইহাদ্বারা অন্তরে অনুতাপ হইয়া
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।