৬৪ ধৰ্ম্মসাধন । যাহাতে আধ্যাত্মিক শাসনের পথ প্রশস্ত হয়, তজ্জন্ত সকলের দৃষ্টি রাখা কৰ্ত্তব্য। - - প্র। রিপু দমনের আর কোন উপায় আছে কি না ? উ। এ সম্বন্ধে অার একটী বিশেষ উপায় নির্দেশ করা । যায়। প্রথম রিপুদ্ধয় যখনি মনে উত্তেজিত হইবে, যাহার বিরুদ্ধে হইবে তাহকে মনের সম্মুখে দাড় করাইয়া তাহার পায় পড়িয়া ক্ষমা প্রার্থনা। দিনের মধ্যে যতবার হইবে, ততবার এইরূপ করিতে হইবে । এই নিয়ম ক্রমে আত্মশাসনে পরিণত হহরা আশ্চৰ্য্য ফল প্রদান করে। , প্র । অনেক দিনের পাপ এক দিনে যাইতে পারে কি না ? উ। এক দিনে কি?--এক মুহূৰ্ত্তে যায়, যদি এক বৎসর মধ্যে যিনি যত জঘন্ত পাপ করিয়াছেন সৰ্ব্বসমক্ষে স্পষ্টাক্ষরে ব্যক্ত করিতে পারেন । - প্র । ( Confession ) আত্মাদোষ স্বীকার প্রণালী কি ভাল ? . . . . . . . . . উ। রোমান কাথলিকদিগের মধ্যে এই প্রণালী প্রচলিত। ইহা দ্বারা অনেকের উপকার হইয়াছে সন্দেহ নাই, কিন্তু অনেকের অপকারও হইয়াছে, এবং শেষে এ প্রণালী জঘন্ত পাপের পোষক হইয়া দাড়াইয়াছে। অামাদিগের মতে এক জনের নিকট এরূপ দোষ স্বীকার করা কখনই হইতে পারে না, দশজন সহৃদয় ব্যক্তির নিকটে হইলে ইহার উপকারিতা প্রত্যক্ষ এবং অপকারিত নিবারিত হয়। ہے۔ - + প্র । আত্মদোষ স্বীকার প্রস্তুত হইয়া না করিলে কি হয় ? : উ। অপ্রস্তুত অবস্থায় বলিলেও অনিষ্ট, শুনিলেও অনিষ্ট ।
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।