পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ধৰ্ম্মসাধন । , (t মান হয়। যখন আমরা চতুর্দিকে এইরূপ অসারত সুস্পষ্ট্ররূপে অনুভব করি, তখন আমরা স্বভাবতই ব্যগ্রতার এমন কিছু অবলম্বন করিতে ইচ্ছা করি,যাহা সত্য,বাস্তব ও সার। করে। এই কালে হৃদয় আর কাহার দিকে ধাবিত হইবে ? কেবল সেই একমাত্র পরম সত্য পরমেশ্বরেরই অভিমুখী হয়। তাহার অনুসরণ করিয়া হৃদয় পূর্ণাবস্থা ধারণ করে, ও সেই সত্যকে আপনার উপরে আধিপত্য করিতে দেয়। তখন হৃদয়ে তাহাকে দেখিতে পাই, শূন্ত হৃদয় পূর্ণ হয়। জগতে তাহাকে । দেখিতে পাই ও জগতের ছায়া অপনীত হয়। প্রত্যেক স্থলেই কেবল সেই উজ্জল জীবন্ত সত্য নয়ন সম্মুখে প্রকাশিত হয় ; এবং তিনি আমার সম্মুখে আছেন ভাবিয়া হৃদয় আশ্রিত বোধে জীবনও উৎসাহে সন্তরণ করিতে থাকে। - অতএব, যখন হৃদয় চতুর্দিকে অসত্য, ছায়া, অসারত্ব অনুভব করিয়া সত্য, বাস্তব ও সারের জন্য ব্যাকুলিত হয়, তখনই আমরা বলি “অসত্য হইতে আমাকে সত্যেতে লইয়া যাও ” . . ২য়। “অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও।” পূৰ্ব্ব প্রার্থনা অপেক্ষ এটা আরও গুরুতর। পাপীর হৃদয় চতুর্দিকেই অন্ধকার দেখে। গভীর তমসাচ্ছন্ন রজনীতে কোন নির্জন মাঠে একাকী পতিত হইলে যেমন হৃদয় ভয়ে আকুলিত হয়, প্রত্যেক পাদবিক্ষেপে আশঙ্কা হয় ও প্রকৃত পথহারা হইয়া অন্ত দিকে গমন করি, সেইরূপ হৃদয়ে পাপ অনুভব করিলে আমর