পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । سان আশ্চৰ্য্য ফল লাভ হয়। সংসারের প্রতিকূল অবস্থার মধ্যে আপনাকে রক্ষা করিবার জন্য খৃষ্টানের ক্রুশের চিহ্ন ব্যবহার করে এবং বৈষ্ণবের মধুর হরিনাম উচ্চারণ করে। এইরূপ এক একটা ক্ষুদ্র সঙ্কেত টোটক৷ ঔষধের ন্যায় মহা বিপদেও বঁাচাইয়। রাখে । ব্রাহ্মের। এরূপ কোন উপায় অবলম্বন করিবেন না কেন ? কোন বিশেষ দৃষ্টান্ত বা শব্দের উপর অন্ধবৎ দৃষ্টি বদ্ধ করিলে কুসংস্কার হইতে পারে ; কিন্তু প্রত্যেকে আপনার বিশেষ উপযোগী এক একটী সঙ্কেত করিয়া না লইলেও পরীক্ষার সময় অবলম্বন পাইতে পারেন না । রাগীর পক্ষে ঈশ্বরের ক্ষমা, দুঃখীর পক্ষে ঈশ্বরের দয়া স্মরণ নিতান্ত উপকারী । কিন্তু যিনি যে সঙ্কেত অবলম্বন করুন, ঈশ্বরের কৃপার সহিত যেন তাহার প্রত্যক্ষ যোগ থাকে। ঈশ্বরের কোন নাম কেবল শব্দ বলিয়া গ্রহণ করিলে নিস্ফল । নাম করিলেই হৃদয় ঈশ্বরের ভাবে পূর্ণ হইবে, এই জন্য সেই নামটা সৰ্ব্বদা চিন্তা ও পরিশ্রমদ্বারা সাধন করিতে হয় । আমরা । সাধারণ ভাবে একটা সঙ্কেত নির্দেশ করিতেছি “ঈশ্বর দয়াপূর্ণ হইয়। আমার সঙ্গে আছেন” প্রত্যেক ব্রাহ্ম যে কোন কথায় হউক সৰ্ব্বদা এই ভাব স্মরণ করুন, চিন্তা করুন, সাধন করুন; বিপদের সময় ইহার আশ্চৰ্য্য ফল প্রত্যক্ষ করিবেন । পুণ্যাত্ম। পলের উপাখ্যানে আছে তিনি যখন রোমনগরে অন্ধকার কারাগারে একাকী রুদ্ধ ছিলেন, খৃষ্ট জ্যোতিৰ্ম্ময় মূৰ্ত্তিতে র্তাহার fres 2 etfoss zēni āfizzia “Paul 1 Fear not, I am with thee’’ পল ভীত হইও না, আমি তোমার সঙ্গে আছি । *ţā Ē ēą Ffặtē{R “Lord ! I know whom I have ser