१० ধৰ্ম্মসাধম। উ । তাহাতে বিবেকের অর্থ কৰ্ত্তব্য বিবেচনা এবং বৈরাগ্যের অর্থ সংসারের প্রতি উপেক্ষা সাধারণে এই বুঝে। কিন্তু এক্ষণে আমরা এ দুয়ের এতদপেক্ষ উচ্চতর ভাব শিক্ষণ করিয়াছি। বিবেক কি না আত্মাতে ঈশ্বরের সাক্ষাৎ আদেশ শ্রবণ এবং বৈরাগ্য কি না সংসারে বিরক্ত না হইয়া হৃদয়ের প্রীতি সম্পূর্ণরূপে ঈশ্বরে সমর্পণ করা । ইহাই স্বাভাবিক ও প্রকৃত সাধন । ইহা যেমন মধুর সেইরূপ স্থায়ী । ঈশ্বরের বিশেষ করুণা ৷ প্র । ব্রাহ্মদিগের মধ্যে ঈশ্বরের বিশেষ করুণ, আদেশ, (Great man) মহাপুরুষ ইত্যাদি সম্বন্ধে যদি কাহার কোন বিশেষ মত থাকে তাহ প্রচার করা উচিত কি না । - - উ ধিনি যেটী সত্য বলিয়া হৃদয়ঙ্গম করিয়াছেন, छुक्लडी সহকারে তাহ প্রচার করিবার ইচ্ছা ও চেষ্টা তাহার পক্ষে স্বাভাবিক । চৈতন্যের অসাধারণ ঈশ্বরানুরাগ দেখিয়। র্তাহার প্রতি যদি আমার ভক্তি থাকে, তাহাকে ভক্তিভাজন বলিয়া সকলের নিকট প্রচার করিতে পারি। কিন্তু কেহ যদি ব্রহ্মকে স্বীকার করেন, অথচ চৈতন্যকে ভক্তি না করেন, এমন কি পাষণ্ড বলিয়। ঘৃণা করেন, তাহাকেও আমি ব্রাহ্ম বলিব। ব্রাহ্মধৰ্ম্মের মূল সত্য যিনি অস্বীকার করেন, তাহকেই ব্রাহ্ম বলিতে পারি না ; বিশেষ মত লইয়া ব্রাহ্মগণের মধ্যে প্রভেদ আছে এবং থাকিবে । এ সম্বন্ধে সকলের স্বাধী । নতা থাকা আবশু্যক। অন্যকে যদি আমার মতে আনিতে হয়, স্বাধীনভাবে বুঝাইয়া আনিব । -
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।