ঈশ্বরের বিশেষ করুণা। ནྀ་རཱྀ প্রশ্ন - ঈশ্বরের বিশেষ করুণার অর্থ কি ? উত্তর । আমরা সামান্যতঃ জগতে ঈশ্বরের সাধারণ করুণা দেখিতে পাই, তাহাতে র্তাহাকে জগতের পিত৷ বলিয়৷ ধন্যবাদ করি। কিন্তু তিনি আবার সময় বিশেষে অবস্থা বিশেষে যখন আমার বিশেষ অভাব মোচন করেন, তখন তাহাকে আমার পিতা বলিয়। জাজ্বল্যতররূপে দেখিতে পাই এবং তাহার বিশেষ করুণ উপলব্ধি করিয়া তাহার প্রতি বিশেষ কৃতজ্ঞতা অর্পণ করি । - ২ । বিশেষ করুণ মানিতে গেলে ঈশ্বরকে পক্ষপাতী বলা হয় কি না ? উ। কতকগুলি ধৰ্ম্ম সম্প্রদায়ের যেরূপ মত, তাহাতে এরূপ সংশয় হইতে পারে বটে। র্তাহারা বলেন ঈশ্বর একটা জাতি বা কতকগুলি ব্যক্তি বাছিয়া তাহীদের প্রতি আপনার সকল দয়া ও অনুগ্রহ প্রকাশ করেন আর তিনি অন্ত সকলের প্রতি নিষ্ঠুর । তিনি পরিত্রাণ ও মুক্তি কতকগুলি লোককে দিবেন, কতকগুলিকে দিবেন না। এটা ভ্রান্ত ও জঘন্ত মত। ব্রাহ্মধৰ্ম্মে বিশেষ করুণার ভাব সম্পূর্ণ স্বতন্ত্র ও নুতন। ইহাতে বলে তিনি বিশেষ করুণ। কেবল ব্যক্তিবিশেষকে প্রদর্শন করেন না, কিন্তু র্তাহার প্রত্যেক সন্তানের জন্য তাহার ব্যবস্থা করিয়াছেন। সময় ভেদে অবস্থা ভেদে তাহা ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন ভাবে উপস্থিত হয়। - . " প্র । , ঈশ্বরের কার্য্য যখন নিয়মে চলিতেছে, তখন তাহার সকল করুণাকে সাধারণ বলিলে ক্ষতি কি ? : উ। আমরা ঈশ্বরের দশটা কাৰ্য্য দেখিয়া একটা নিয়ম
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।