পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবেক ও আদেশ । 4 so প্র । ঈশ্বরের বিশেষ করুণাতে ব্রাহ্মগণের দৃঢ় বিশ্বাস কিসে হইতে পারে ? • . . . উ । এক, পিতা পুত্রের ন্তায় ঈশ্বরের সহিত আপনার ব্যক্তিগত যোগ উপলব্ধি করিয়া তাহার উপাসনা । দ্বিতীয়, প্রত্যেক ব্রাহ্ম আপনার আপনার ব্রাহ্ম হইবার ইতিহাস পর্য্যা- . লোচনা করুন; ইহার নিগূঢ় তত্ত্ব বুঝিবেন । ঈশ্বর এদেশে ব্রাহ্ম । সমাজ প্রতিষ্ঠিত করিয়া সকলকে আহবান করিলেন "ব্রাহ্ম হও ।” সকলে না হইয়া পাঁচজন ব্রাহ্ম হইলেন কেন ? যে পাচজন হইলেন, তাহাদিগের কেহ হয়ত দেখিবেন ঘটনাক্রমে কোন স্থানে বাসা করিয়াছিলাম, ঘটনাক্রমে কোন বালক এক খানি ব্রাহ্মধৰ্ম্মের পুস্তক বাসায় ফেলিয়া গেল, ঘটনাক্রমে একদিন হঠাৎ তাহা পড়িবার ইচ্ছা হইল—ব্রাহ্ম হইয়া গেলাম। বাহিরে এইরূপ আকস্মিক ঘটনাপুঞ্জ শ্রেণীবদ্ধ দেখা যাইবে, কিন্তু তাহার । ভিতরে অনুসন্ধান করিয়া দেখিলে কেবল ঈশ্বরের বিশেষ করুণার কল চলিয়াছে বিশ্বাস চক্ষে প্রকাশ পাইবে । এইরূপে আপনার জীবনের বাস্তবিক ঘটনা দ্বারা ঈশ্বরের বিশেষ করুণায় দৃঢ় বিশ্বাস হয়। বিশ্বাস যত দৃঢ় হইবে, জীবনের প্রত্যেক ঘটনায় তাহার বিশেষ করুণা তত বুঝা যাইবে । । _ _: বিবেক ও আদেশ । প্র । সমস্ত দিন ঈশ্বরেরই কাৰ্য্য করিতেছি, এ ভাব কি প্রকারে সাধন করা যায় ? উ। আমাদিগের হৃদয়ে বিবেক ঈশ্বরের প্রতিনিধি হইয়া