পাতা:ধর্ম্মসাধন.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-a ধৰ্ম্মসাধন । মতে পুত্তলিকার পূজা করিব না ; উপবীত রাখিব না ; পৌত্ত । লিক মতে কোন কাৰ্য্য করিব না । এরূপ জিদ হইবার তাৎপৰ্য্য কি ? তাহাতে কি ধন মান কি মুখ বৃদ্ধির কোন আশা থাকে ? তাহাদ্বারা সমাজের লোককে সুখী কবি এমন কি বিশ্বাস হয় ? বরং ঠিক বিপরীত। কিন্তু সে সময় ফলাফলের । প্রতি দৃষ্টি থাকে না । ইহা ঈশ্বরের আদেশ, করিতেই হইবে বলিয়া আত্মা দৃঢ়প্রতিজ্ঞ ও উন্মত্ত হয়। ইহা আপনার মত হইলে আত্মীয় বন্ধুগণের ক্ৰন্দনে বা পীড়নে পরিত্যাগ করিতাম । কিন্তু তাহাদের কোন প্রকার কথাই গ্রাহ করিতে পারা যায় না, যদি দুই দণ্ড কাল অপেক্ষা করিতে বলেন তাহাও শুনিতে । পারা যায় না। তাহ তৎক্ষণাৎ করিলেই যে স্বর্গে যাইব তাহা নহে, কিন্তু না করিলে ঘোর অধৰ্ম্ম হইবে বিশ্বাস হয় । আদেশের পরীক্ষা, তাহ সম্পন্ন, করিতে না পারিলে অন্তর । দুঃসহ গ্লানি ও যন্ত্রণায় দগ্ধ হয়। প্র। যাহার বিবেকের অস্তিত্বে বিশ্বাস করেন না এবং ফলাফল চিন্তা করিয়া কাৰ্য্য করেন, র্তাহারা কি ধাৰ্ম্মিক হইতে পারেন না ? - • , উ। হাজার (utilitarian) উপকারবাদী হউন, অন্তের বেলা তাহার যুক্তি খাটে, কিন্তু কেহ যদি তাহার পুত্রকে কাটিতে যায়, তিনি সে কাৰ্য্যকে তৎক্ষণাৎ অন্তায় বলিয়। ক্রোধান্ধ হইবেন । তিনি ইচ্ছাপূর্বক বিবেককে বিনষ্ট করিতে যান, কিন্তু সহজে । পারেন না cब সকল , ব্রাহ্ম প্রকৃতিকে বিকৃত করিয়া বিবেকের আদেশ অগ্রাহ করেন এবং উপকারবাদী হন, তাহারা ব্ৰাহ্মধৰ্ম্মকে সুবিধার ধৰ্ম্ম করেন এবং অবশেষে তাহ অনায়াসে