পাতা:ধর্ম্মসাধন.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bు: ধৰ্ম্মসাধন । প্র। সকল মনুষ্যের প্রতি ঈশ্বরের আদেশ কি নিশ্চয়ই হয় ? - . . . উ। ঈশ্বর জীবনের নিয়স্ত হইয়া সৰ্ব্বক্ষণ অামাদিগের সঙ্গে সঙ্গে রহিয়াছেন এবং সৰ্ব্বক্ষণই প্রত্যেক আত্মার প্রতি তাহার আদেশ প্রকাশ করিতেছেন। তিনি অবিরত গ্ৰহ নক্ষত্র সকলকে আকাশে ঘুরাইতেছেন যেমন नडा, ईशte সেই রূপ। তবে যে আমরা তাহার আদেশ শুনিতে পাই না তাহার কারণ ইহা নহে যে তিনি বলেন না, কিন্তু সংসারের মোহ কোলাহলে আমাদিগের কর্ণ বধির। এক এক সময় যখন আমাদের চৈতন্ত হয়, তখন আমরা তাহার স্পষ্ট আদেশ শুনিয়া জীবন পথে নিৰ্ভয়ে অগ্রসর হই। সেই চৈতন্য যদি সৰ্ব্বক্ষণ থাকে, সৰ্ব্বক্ষণই তাহার আদেশে জীবনকে সঞ্চালিত করিতে পারি। - - প্র । আদেশের বিশেষ লক্ষণ কি ? উ। আদেশ সুস্পষ্ট, অপরিবর্তনীয়, ইহার সঙ্গে সঙ্গে হৃদয়ে উৎসাহ ও আনন্দ প্রবাহিত হয়, ইহা পালন না করিলে অন্তর গ্রানি ও অস্থিরতায় জ্বলিতে থাকে, ইহাতে ফলাফলের বিচার করিতে দেয় না। এই কয়েকটা লক্ষণ দ্বারা প্রকৃত আদেশ নির্ণয় করা যায়। আপনার বুদ্ধি দ্বারা যাহা উচিত বলিয়া ভাবিয়া চিন্তিয়া স্থির করা যায়, তাহাকে আদেশ বলা যায় না । - প্র । আদেশ লজঘন করা যায় কি না ? , উ। মনুষ্য স্বাধীন জীব, এজন্ত ঈশ্বরের আদেশ শুনিয়াও তিনি তাহ পালন না করিলেও করিতে পারেন। কিন্তু এক ।