ধৰ্ম্মসাধন । و تبb বিষয়েই স্বাভাবিক মহত্ব হইতে পারে। একজন বীরপুরুষ লক্ষ লক্ষ লোককে মুঠার মধ্যে রাখিয়া এক অঙ্গুলির ইঙ্গিতে চালনা করিতেছেন, ইহাতেও ঈশ্বরের একটী ক্ষমতার ভাব প্রকাশিত হয় । - - প্র । মহাপুরুষের কোন দোষ সম্ভব কি না এবং তাহাতে । তাহার উদ্যে বিফল হয় কি না * - উ। সাধারণ লোকের ন্যায় তাহারাও দোষাশ্রিত ও কলঙ্কিত হইতে পারেন এবং কোন মহাপুরুষ বা সম্পূর্ণ দোষশূন্ত ? কাহার স্বভাবে সাধারণ অপেক্ষাও এক একটা বড় বড় দোষ লক্ষিত হয়। কিন্তু যে কাৰ্য্য সাধন জন্য ঈশ্বর তাহাদিগকে প্রেরণ করেন, তাহা তাহারা সম্পন্ন করিয়া যান । প্র । মহাপুরুষদের বিশেষ লক্ষণ কি ? * উ। নিঃস্বাৰ্থ ভাব তাহাদের একটা বিশেষ লক্ষণ স্বৰ্য্য যেমন গ্ৰহগণকে আলোকিত করিবার জন্ত হালোক পাইয়াছে, তাহারা যে অসাধারণ শক্তি পান, তাহা নিজের জন্য নয়, কিন্তু সাধারণের উপকারের জন্য। এই জন্য র্তাহাদের মৃত্যুতে জগতের যত ক্ষতি বোধ হয়, অন্তের মৃত্যুতে সেরূপ নয়। পৃথিবীর লোকে মহৎ লোকের প্রশংসা করে ; কিন্তু এক ভাবে র্তাহারা নিজের তত প্রশংসার পাত্র নহেন, কেন না তাহাদের যে কিছু অসাধারণত্ব তাহা ঈশ্বরের । ক্রাইষ্টের মধ্য দিয়৷ ঈশ্বর স্বয়ং কার্য্য করিলেন, কিন্তু মানুষেরা ঈশ্বরের মহিমা মহী । রান না করিয়া ক্ৰাইষ্টকে ঈশ্বর বলিয়া পূজা করিতেছে! প্র । ঈশ্বর মহাপুরুষকে যে উদেশে প্রেরণ করেন, তিনি ইচ্ছা করিলে তাহ সাধন না করিতেও পারেন কি না ?
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।