পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

×3, ধৰ্ম্মসাধন । রি ধাপ উঠি, পরলোকগত যে ব্যক্তি উন্নতিতে আমার ঙ্গে সমান, তাহার সহিত আমার যোগ দৃঢ় হয় । যাহারা ধিক উন্নত ধাপে, র্তাহাদের সঙ্গে যোগ করিতে হইলে tাত্মাকে অধিক উন্নত করিতে হইবে । ধৰ্ম্মজীবনের শ্রেণীবভাগও আছে। অধিক বিশ্বাসী, অধিক প্রেমিক, অধিক |াধীনতাপ্রিয় ব্যক্তির পরস্পরে এক শ্রেণীস্থ হন। আত্মায় . আত্মায় গুঢ় আকর্ষণ আছে, আপনার ভাবের লোককে টানিয়া য়। একটা পাত্রে এক সের জল ও আধ সের তেল রাখ, iার একটা পাত্রে অল্প জলে এক ফোটা তেল রাখ, দুই Iাত্রের জিনিস একত্র কুরিলে জলে জল, তৈলে তৈল মিশায়া এক হুইবে । প্র । চৈতন্ত প্রভৃতি পরলোকস্থ মহাত্মাদের সহিত আমাদগের কিরূপ যোগ হইতে পারে ? উ। চৈতন্ত পরলোকে, আমি এখানে । যত তার বই ড়ি, তার জীবন আলোচনা করি, ততই তার সঙ্গে মিলে। তনি হৃদয়ের বন্ধু হইয়া মন কাড়িয়া লইতে থাকেন, আমি ও স্তরের অনুরাগে তাহাকে টানিতে থাকি । তিনি টানেন কন ? মনের ভিতর ধরিবার কিছু পাইয়াছেন । “আপনার হলে মন কি টানে ?” ধৰ্ম্মজগতে এই টানাটানির ব্যাপার । নয়ত চলিতেছে, কেহ দেখে না, তাই অনুভব করে না। চতন্য যেমন ক্ৰাইষ্ট, বৌদ্ধ, নানক সকলেই আপনার ভাবের iাবুককে অাকর্ষণ করিতেছেন । , প্র । কোন প্রকার শরীরগত যোগ না হইলেও কি tহার সহিত ঠিক যোগ হয় ? ! X -