পাতা:ধর্ম্মসাধন.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ ধৰ্ম্মসাধন। हैंझाई স্বাভাবিক ও কল্যাণকর ; কোন বিশেষ লোকের সহিত দেখা করিবার আশা অমঙ্গলজনক। আমাদের এক মাত্র আশা সেখানে ঈশ্বরকে দেখিব আর তিনি যাহাকে আনিয়া দেন তাহাকে দেখিব। • 4. . . . . প্র । অন্ত ধৰ্ম্ম সম্প্রদায়দের সহিত ব্রাহ্মদের পরলোক বিশ্বাসের বিভিন্নত। কি ? * - - উ । তাহাদের ইহলোক এক, পরলোক স্বতন্ত্র। আমাদের ইহলোক পরলোক এক স্বত্রে গ্রথিত, এবং পরলোকের আরম্ভ এখানেই । এ জীবনে যাহার আস্বাদন পাই, পর জীবনে তা হা পাইব নিশ্চয় বলিতে পারি। কেবল অনুমান ও সম্ভাবনার উপর ব্রাহ্মের বিশ্বাস স্থাপিত হইতে পারে না। এ জীবনে যাহার আভাস না পাই, তাহার দিকে যাইতে ভয় হয় । যাহার প্রত্যুৰ দেখি নাই, সে দিবসের নিশ্চয়তা নাই । ব্রাহ্ম জানেন পরলোকের অাশ, ইহলোকে নিশ্চয়ই কতক পরিমাণে চরিতার্থ হইয়াছে, পরলোকে তাহী ক্রমশঃ পূর্ণ হইতে থাকিবে । - প্র । Spiritualist অধ্যাত্মবাদীদিগের পরলোক বিশ্বাস কতদূর প্রামাণিক ? - - উ। আত্মায় আত্মায় আধ্যাত্মিক যে যোগ তাহাই বিশ্বাস যোগ্য। কিন্তু অধ্যাত্মবাদীর শারীরিক যোগের কল্পনা করেন, তাহার উপর আমরা বিশ্বাস স্থাপন করিতে পারি না । * প্র । আত্মা এই শরীরে অাছে, শরীরের সহিত তাহ। বিস্তারিত, ইহ স্বীকার করা যায় কি না ? উ। শরীর ব্যাপিয়া যদি আত্মা থাকিত, একটা হাত ब। প৷ কাটীয়া লইলে আত্মার তত অংশ কমিয়া যাইত। কিন্তু