পরলোক ও পূৰ্ব্বজন্ম। ১০৩ ছেদিতাঙ্গ ব্যক্তির আত্মা যে কমিয়া যায়, তাহ কেহ সপ্রমাণ করিতে পারেন না। আত্মা শরীরে অাছে অথচ স্বতন্ত্র। শরীরের সঙ্গে তাহার তুলনা করিলে নান কুসংস্কার আসিয়া পড়ে । - - প্র । পরলোকে আমরা কি একটা বিশেষ স্থানে থাকিব ? উ। ঈশ্বর যদি জিজ্ঞাসা করেন পরলোকে গিয়া কোন্ খানে থাকিতে চাও ? যেখানে পুষ্পোদ্যানের মনোহর শোভা, না যেখানে মধুর সঙ্গীতালাপ হইতেছে, না যেখানে বিদ্বান লোক বসিয়া পাঠ ও শাস্ত্রালোচনা করিতেছেন, না যেখানে বিবিধ ধৰ্ম্ম কাৰ্য্যের অনুষ্ঠান হইতেছে? ব্রাহ্ম বলিবেন কোথায়ও যাইতে চাহি না ; তোমাতেই বাস করিতে চাই। তুমিই পরম গতি ও পরম লোক ’ - প্র । আধ্যাত্মিক পরিবার ভবিষ্যতে আমাদিগকে গঠন করিয়া লইতে হইবে, সে কিরূপ? - উ। পরিবারের যে ছবি আমাদিগের অন্তরে আছে, তাহার অনুরূপ জীবন্ত বস্তু জগতে নাই, তাহা আমাদিগকে প্রস্তুত করিয়া লইতে হইবে । কেহ তাহাকে সীমাবদ্ধ করিতে পারেন না, ঈশ্বরে তাহার আরম্ভ ও শেষ। চৈতন্য ক্ৰাইষ্ট এই পরিবার গড়িতেছেন। আমাদিগের “আশ্রমও” এই স্বর্গরাজ্যের স্বত্রপাত, স্বৰ্গরাজ্যে আমরা কিছু কিছু পরিমাণে বাস । করিতেছি । ইহলোক ও পরলোক এক মৃত্যু এ ঘর হইতে ও ঘরে যাওয়া মাত্র। এখন যে পরিবারের ভাব আমাদের মনে রহিয়াছে, ৪০ লক্ষ বৎসর পরে তাহ প্রত্যক্ষ করিব ; কিন্তু সে সময়েও ইহার সাধনের শেষ হইবে না ।
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।