১০৬ ধৰ্ম্মনাধন । প্র। Mেedium) মধ্যবৰ্ত্তী দ্বারা স্পিরিট কথা কহিতে । পারে কি না ? . . - উ। যদিই স্বীকার করা যায় যে স্পিরিট মধ্যবৰ্ত্তী দ্বার কথা কয়, তথাপি সে কথা ঠিক্ স্পিরিটের হইতে পারে না। মধ্যবৰ্ত্তী দ্বারা তাহ বিকৃত হইবার সম্পূর্ণ সম্ভাবনা। আর, একজন স্পিরিট অীর এক জনকে পায়, ইহা আমরা অনুভব করিতে পারি না। কারণ মানুষ নিজে স্বাধীন থাকিবে অথচ সম্পূর্ণরূপে স্পিরিটের যন্ত্র স্বরূপ হইবে ইহা অসম্ভব । স্পিরিট আবার চেয়ার, টেবল প্রভৃতি এক একটা জড় পদার্থ অবলম্বন করিয়া কথা কয়, ইহার ভাবও আমরা বুঝিতে পারি না। - - - .* প্র । পূর্বে পূর্বে বলা হইয়াছে আত্মাই আত্মার শত্রু এবং আত্মাই আত্মার মিত্র, এখন আত্মাকে আত্মার মিত্র কিরূপে করা যায় ? t . . . উ। ইহার একমাত্র উপায় ইচ্ছার সহিত পুণ্যের ঐক্য । করা। ইচ্ছা সংসার ও পাপের দিকে থাকিলে বিবেকের সহিত তাহার বিবাদ হয়। আত্মার মধ্যে श्रे বিরোধী বস্তু থাকিলে ঘোর সংগ্রাম উপস্থিত হয় এবং সাংসারাসক্ত পাপপ্রিয় ইচ্ছা! আত্মার প্রাণ বিবেককে বিনাশ করিতে চেষ্টা পায়, সুতরাং ইহাতে আত্মারও বিনাশ উপস্থিত হইয় থাকে। আত্মা যদিও অমর, তথাপি পাপ ইচ্ছা দ্বারা তাহার তেজ, শান্তি, আনন্দ, স্বৰ্গীয় ভাব সকলি ধ্বংস হইয়া যায়। ইচ্ছা ভাল না হইলে কেবল কতকগুলি পুণ্য কাৰ্য্য করিলেও হয় না। অতএব অসাধু ইচ্ছা সর্বপ্রযত্নে দূর করিয়া সাধু ইচ্ছা অবলম্বন
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।