১১৬ ধৰ্ম্মসাধন । দেখিব, সেই পরিমাণে আমাদের মধ্যে একতা হইবে। ইহা না হইলে ব্রাহ্মদের প্রকৃত মিলনের আর উপায় নাই। আমাদের সব গুণ, সব গৌরব তাহারই ; সব কাজ সেই এক জনের; ৷ সত্যেতে সাধুভাবে আমরা সকলে এক। - প্র। আমাদের স্বাধীনতার যদি সীমা থাকে, তাহ হইলে সেই স্বাভাবিক অপূর্ণত হেতু যে পাপ হয়, তাহার জন্য আমরা দায়ী কি না ? : *مـاي : - উ । অপূর্ণত পাপের হেতু নয়। ঈশ্বর আমাদের যেমন অবস্থা ও শক্তি দিয়াছেন, সেই অনুসারে আমরা কৰ্ত্তব্য সাধনের জন্ত দায়ী। আমরা এক দণ্ডে দুই সহস্ৰ লোককে ব্রাহ্ম , করিব, অথবা অনন্ত পবিত্রতার পরিচয় দিব, ইহা তিনি আমাদের নিকট চান না । ধৰ্ম্ম নিয়ম দুই প্রকার । কতকগুলির পরিমাণ নাই, তাহ বিধি ও অবিধি মাত্র । সত্য কথা কহ, পরোপকার করা, নরহত্য না করা,এ সমুদায় আমাদের কৰ্ত্তব্য, ইহাদের অন্যথা করিলেই পাপ । কতকগুলি ধৰ্ম্ম নিয়মের । পরিমাণ আছে যথা,—বিনয়, ভক্তি, দয়া, ধৰ্ম্মপ্রচার, ইত্যাদি । ইহ সময়, অবস্থা ও শক্তির উপর নির্ভর করে ; সমান পরিমাণে সকলের নিকট প্রত্যাশ করা যায় না । - প্র । কোন কাজ যদি মন্দ অভিপ্রায়ে না করি, কিন্তু তাহার ফল মন্দ হয়, তাহার জন্ত আমরা অপরাধী কি না ? f উ। কু অভিসন্ধি ভিন্ন পাপ হয় না । যে কাৰ্য্য অজ্ঞানকৃত বা আকস্মিক, মনুষ্যের বিচারেও তাহা তত অপরাধজনক নয় । মনে যতক্ষণ অপবিত্রত, ততক্ষণ যেমন মতুষ্যের নিকটে তেমনি ঈশ্বরের নিকটেও আমরা অপরাধী। কিন্তু কতকগুলি
পাতা:ধর্ম্মসাধন.djvu/২০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।