১২২ ধৰ্ম্মসাধন। পশ্চাৎবর্তী হইয়া পড়িতেছি । সকলেই বুঝিতে পারেন প্রতি দিন আমাদের পরিবর্তন হইতেছে, প্রতিদিন উপাসনা একরূপ হয় না। ভিতরে ভিতরে পরিবর্তন ইহার কারণ। তাপমান যন্ত্র যেমন উষ্ণতার, উপাসনা সেইরূপ উন্নতির পরিমাপক। জীবন ধৰ্ম্মে যত গরম, উপাসনা তত উৎকৃষ্ট, জীবন যে পরিমাণে অবিশ্বাসী ও শুষ্ক, উপাসনাও সেইরূপ নীরস । পাপ করিবার আগে যেরূপ উপাসনা, পরে সেরূপ হয় না। প্র । ‘পল ! ভীত হইও না, আমি তোমার সঙ্গে আছি’ ব্রাহ্ম এরূপ অভয় লাভ করেন কি না ? উ। ব্রাহ্ম কেবল অভয় প্রাপ্ত হন এরূপ নহে কিন্তু ঈশ্বরে আনন্দিত হন। ব্রাহ্ম আপনার জীবনের প্রতি দৃষ্টিপাত করিয়া আহ্নাদে আটখান যে, ঈশ্বর অামার প্রতি এত দয়া কেন করিলেন, এত লোকে থাকিতে আমাদ্বার। এ কাজ কেন করাইলেন ? - - প্র । ব্রাহ্মসমাজে অনেক সময় আনন্দ উৎসব দেখা যায়, তথাপি ব্রাহ্মদের হাহাকার কেন যায় না ? উ। যিনি বা বলুন এখনও ব্রাহ্মসমাজে স্থায়ী পবিত্র আনন্দ নাই। এক প্রকার প্রেম পাই, আনন্দ অনুভব করি ; কিন্তু তাহা অস্থায়ী । যে অবস্থায় হাসিলে ঈশ্বরের নিকট যাইতে পারি এবং তাহা হইতে দূরে গেলেই কাদি, ব্রাহ্মদিগের সে অবস্থা ন হইলে ব্রাহ্মধৰ্ম্মের শ্রেষ্ঠতা প্রতিপন্ন হয় না । বৈষ্ণব ধৰ্ম্মে ভক্তি ও আনন্দের পরাকাষ্ঠ, কিন্তু পবিত্রতাবিহীন হইয়া তাহাব দশ কি শোচনীয় ! উপাসনার সুখ পাইয়। আমনি যদি সকল পাপ ছাড়িয়া দি, সকল নর নারীকে পবিত্র ভাবে
পাতা:ধর্ম্মসাধন.djvu/২০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।