পাতা:ধর্ম্মসাধন.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মবন্ধুদিগের পরস্পর সম্বন্ধ । ১২৩ হৃদয়ের মধ্যে লইয়া জীবনকে পবিত্র কাৰ্য্যে নিয়োগ করি তাহ হইলে ठिंक হয়। আমরা উপাসনার গুণে সুখ পাই, কিন্তু নিজের অপবিত্রতার দোষে সব নষ্ট করিয়া ফেলি। এক কলসী দুধে এক ফোটা চোণা পড়িয়া সকলি নষ্ট করিয়া দেয়। ধৰ্ম্মবন্ধুদিগের পরস্পর সম্বন্ধ । প্র । ভ্রাতা ভগিনীকে অবিশ্বাস করিও না, এ কথার ভাব কি ? - खे । विश्वान अर्थ cबशन बछन्नै डांश ঠিক্‌ জানা । অবিশ্বাস অর্থ কোন ভ্রাতার চরিত্র না জানিয়া তাহাকে মন্দ ভাবা । এরূপ অবিশ্বাস সৰ্ব্বথ। পরিহার করা কৰ্ত্তব্য। প্র । একজন একবার মিথ্যা কথা কহিলে তাহাকে মন্দ লোক বলা যায় কি না ? - - উ। একজন একবার একটা মিথ্যা কথা কহিলে সে চোর, মাতাল, নাস্তিক, একেবারে মন্দ লোক তাহ বলা অন্যায়। প্র । সে লোক মিথ্যাবাদী কি না ? - উ। একবার একটী মিথ্যা কহিল বলিয়া সে যে দ্বিতীয় বার এবং চিরকালই মিথ্যা বলিবে—কখনই সত্য বলিবে না, তাহার প্রমাণ কি ? সুতরাং সে ব্যক্তিকে মিথ্যাবাদী সিদ্ধান্ত করা যায় না । - প্র । যে অবস্থায় একবার সে মিথ্যা বলিয়াছে, সেরূপ অবস্থায় আবার বলিতে পারে কি না ? . উ। তাহারও নিশ্চয় নাই, তবে সম্ভাবনা বা অনুমান মাত্র করা যায়। কাহার একরার কি দুইবার কোন দোষ করিতে