পাতা:ধর্ম্মসাধন.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ ধৰ্ম্মসাধন । পারে, তাহাতে যেন সন্দেহ না হয় ; আমাদিগের বিশ্বাস • দ্বিতীয়তঃ—কতকগুলি পরীক্ষাতে হৃদয় আন্দোলিত হইলে নিরাশ উপস্থিত হয়। ইহার জন্তু অগ্ৰে হৃদয়কে প্রস্তুত না রাখিলে অত্যন্ত বিপদ। মনে যদি একটু সংশয় বদ্ধমূল হয়। নিরাশা প্রমাণ দেখাইয়। অবিশ্বাসী হৃদয়কে এরূপ উপহাসের বিষয় করিস না, ধৰ্ম্ম মিথ্যা, ঈশ্বর মিথ্যা, সকলই মিথ্যা।” ধৰ্ম্ম যেমন প্রমাণ দেখাইয়া বিশ্বাস দৃঢ় করেন, অধৰ্ম্ম তেমনি অবিশ্বাস প্রবল করিয়া দেয়। যাহার করে, “এ অবস্থা নিরুপায়, অসহায় অবস্থা। যিনি বলিয়াছেন, আমি পরম পিতা, তিনিও পরিত্যাগ করিলেন। বুঝিয়াছি, বিপদকালে তিনিও শুনেন না, বিষয়ী वर्झ छत्र অকুল পাথারে ভাসাইয়া পলায়ন করেন। তিনি যদি দয়াময় হন, তবে কি এমন হয় ? তিনি দয়াময় নন। তাহারও মনুষ্যের ন্যায় স্নেহ, দয়া ও সহিষ্ণুতার সীমা আছে। দুই l বৎসর, নয় পাঁচ বৎসর দয়া করিলেন, কিন্তু চিরকাল কি । করিতে পারেন?” কিন্তু ভক্ত সাধকের ভাব ঠিক বিপরীত। তিনি বলেন, ঈশ্বর কখনও পরিত্যাগ করেন না, করিতে পারেন না। তিনি কখন চরণে আশ্রয় দেন, কখন পদ- , ঘাত করেন ; কখন মিষ্টার, কখন তিক্ত বস্তু দেন ; কখন