পাতা:ধর্ম্মসাধন.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ ধৰ্ম্মসাধনf: শুষ্কতাও সরসভাৰ । 名o龙一一 تماسه نهٔ প্র। শুষ্কতা কিরূপ পাপ ? ইহা কেন হয় এবং হার নিবারণের উপায় কি ? । উ। যাহার কেবল কৰ্ত্তব্য সাধনকে ধৰ্ম্ম বলেন, তাহদের মতে ক্রোধ ইত্যাদি পাপ, কিন্তু শুষ্কত একটা পাপ নহে। ববেকের নিকট নিরপরাধী থাকিতে পারিলে, লোকের নিকট ধৰ্ম্মিক হইতে পারলেই ধৰ্ম্ম সাধন হইল। কিন্তু কৰ্ত্তব্য সাধনের ধৰ্ম্মের আগাগোড় কঠোর, তাহাতে রস নাই, শান্তি নাই। প্রেমের ধৰ্ম্ম ইহা অপেক্ষ অনেক উচ্চ। তাহার মত, যে সাধনে শুন্তি ও সরস ভাব নাই, তাহ ধৰ্ম্ম নামের যোগ্য নহে, তাহা ঈশ্বর হইতে বিচ্যুতির অবস্থা; সুতরাং শুষ্কতা একটা পাপের মধ্যে গণ্য । প্রেম ও শান্তির ভাব যে কি, তাহা অন্তকে কেহ বুঝাইতে পারে না, যাহার হয় সেই জানে। এক জন মনুষ্যকে আর একজন যদি ভাল বাসেন, তাহার সেবা করিতে কেমন অন্তিরিক উৎসাহ ও সুখবোধ হয়। প্রেমিক बाङिद्र क्रेश्वब्रসেবাতেও সেইরূপ মধুময় ভাব, তাহ অন্তকে বলিয়া তিনি জানিয়া দুরূহ চিন্তা, কঠিন পরিশ্রম, ভীষণ সংগ্রাম এ সকলেতেই অনিন্দিত হন। -- সে কি ভাব, যাহাতে তাহার মনকে এইরূপ সরস রাখে ?