পাতা:ধর্ম্মসাধন.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । ువ রের হস্ত দেখিতে হইবে। ঈশ্বর ইহা দ্বারা দেখান যে, কূপের জল শুকাইয়াছে, সাবধান হও । কিন্তু এই সময়ে নিরাশ হইলেই সৰ্ব্বনাশ। সকলের জানা উচিত, ভিতরে জল আছেই আছে, দশ খান পাথর কি বালি চাপা পড়িয়া তাহ লুক্কায়িত হইয়াছে। যিনি ইহার মধ্যে বিশ্বাসী হইয়া বিনীত প্রার্থনার উপর নির্ভর করেন, হত্যা দিয়া পড়িয়া থাকেন, তাহার নিকট সকল বাধা দূর হয় এবং তিনি পুনরায় নিৰ্ম্মল স্রোতোজল পান করিয়া আনন্দে নৃত্য করিতে থাকেন। কিন্তু আশ্চৰ্য্য এই, শুষ্কতার সময় পাথর চাপা যে এই জল আছে, প্রায় কাহারও তাহা বিশ্বাস হয় না। ব্রাহ্মদের মধ্যে ভাল ভাল লোক এই বিশ্বাসের অভাবে মরিয়া যান। শুষ্কতা সংক্রামক রোগ। কাম ক্রোধাদি ব্যক্তিগত, দুই এক ব্যক্তির মধ্যে বদ্ধ হইয়া থাকিতে পারে ; কিন্তু শুষ্কতা দলের মধ্যে এক জনকে ধরিলে সকলের প্রাণ সংশয় করে । সংক্রামক রোগের সময় যেমন জর প্লীহা প্রভৃতি দশ খানি রোগ একত্র হয়, শুষ্কতার মধ্যে সেইরূপ নানা পাপ নিৰিষ্ট হইয়া থাকে। ইহার সঙ্গে সঙ্গে আবার একটী আশ্চৰ্য্য আত্মপ্রবঞ্চনা দেখা যায়, অনেকে পরের পুষ্করিণীর জলে আপনার পুষ্করিণী করেন। পরের সঞ্চিত জল পান করিয়া আপাততঃ তৃষ্ণ নিবারণ হইতে পারে, কিন্তু অনন্ত জীবনের পথে নিজের সম্বল না হইলে কিরূপে চলিতে পারা যায় ? এ সম্বল কেবল উপাসনা যোগেই লাভ হইতে পারে। কিন্তু মদ খাইয়া হাজার লোক মরিতেছে, স্বচক্ষে দেখিয়াও যেমন মাতালেরা মদ ছাড়িতে পারে না,