পাতা:ধর্ম্মসাধন.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&. २ ० ধৰ্ম্মসাধন | উপাসনা বিনা সহস্ৰ লোক মরিতেছে দেখিয়াও অনেকে তাহার প্রতি উপেক্ষা করেন, ভবিষ্যতের প্রতি নির্ভর করিয়া থাকেন। শুষ্কতা নিবারণের ঔষধ একমাত্র ঈশ্বর, কেন না তিনি রসস্বরূপ। আমাদের সাধন কি ? কেবল র্তাহার নিকট বলা। নদীতীরস্থ বৃক্ষের শিকড় ক্রমশঃ অগ্রসর হইয়া জল প্রাপ্ত হয় এবং সেই জল বৃক্ষকে চিরকাল সরস রাখিয়া বৰ্দ্ধিত করে l জীবনের সেইরূপ একটা মূলদেশ আছে, অক্ষয় শান্তিস্বরূপ ঈশ্বরের সহিত তাহ সংযুক্ত হইলে, আত্মা নিত্য কাল সরস থাকিয়া উন্নতি লাভ করিতে পারে। সকলে জীবনের এই সার সত্যটা পরীক্ষা করুন। লোকে কাজ কৰ্ম্মে বিরক্ত হইলে যেমন বন্ধুদিগের নিকট যায় এবং শান্তি । লাভ করে ; জীবনে শান্তিহারা হইয়া আমরা শান্তি লাভার্থ ঈশ্বরের নিকট যাই কি না এবং তাহা লাভ করি কি না ? দিনের মধ্যে অন্ততঃ একবার একটু এই ভাবে তাহার কাছে বসিবার চেষ্ট ও অভ্যাস করা আবশ্যক। ক্রমে তাহার সহিত যত অবিচ্ছিন্ন যোগ বন্ধন করিতে পারিব, ততই শুষ্কতার সম্ভাবনা অল্প হইবে এবং প্রেমরস, শান্তিরস ও আনন্দরসে জীবন প্লাবিত হইতে থাকিবে। جی-تی-تی-تی- جعصعه جa هجیح-------------حصحه