*ペ . . ধৰ্ম্মসাধন । । তাহার পর হাল দাড় বাহিয়া তাহার গতির সাহায্য করা যায়; সেইরূপ কাৰ্য্য স্রোতে জীবনকে ভাসাইলে কোন দিকে ইহার গতি, তাহা আনায়াসে নিরূপিত হয়, এবং পরে সেই দিকে যত্ন পরিশ্রম বুদ্ধি কৌশল চালনা করিতে হয়। নানা কাৰ্য্যের মধ্যে হয় ত কোন কার্য্যে শান্তি সুখ পাইতেছি না, আবার একটী কাৰ্য্য দেখিতে পাই, তাহা আপনার কার্য্য বলিয়া মন স্বভাবতঃ অবলম্বন করিতে যায়,তাহাতে শান্তি ও সফলতা লাভ হয়। জীবনের ঠিক্ বিশেষ পথ ধরিতে না পারিয়া কত লোক অস্থির হইয়া বেড়াইতেছে, যে পরিশ্রম যত্ন করিতেছে, তাহীবিফল হইতেছে। মৎস্য যেমন স্থলে গিয়া বিপাকে পড়ে এবং জল পাইলে সুস্থির হইয়া জীবন ধারণ করে, মনুষ্য সেইরূপ আপনার বিশেষ কাৰ্য্য না পাইলে স্বস্থির হইতে পারে না, কিন্তু পাইলে স্ফৰ্ত্তি ও আন স্থিরচিত্তে ঈশ্বরের শরণাপন্ন থাকিয়া জীবনের স্রোত যখন বুঝিতে পারি, তখন আমাদের কৰ্ত্তব্য যে তাহাতে বাধা না দিই। অনেক সময় আমার প্রতি ঈশ্বরের বিশেষ আজ্ঞা কি, বুকিতে গিয়া সাংসারিক ভাবের অধীন হইয় তাহ লজ্জন করি। যে কাৰ্য্য করিতে যাইতেছি, ইহাতে সংসারিক সুবিধা ও সুখ আছে কি না, ইহাতে ত আপনার স্বার্থের উপর কোন আঘাত পড়ে না, এই সকল ভাবিতে গিয়া উদেশুভ্রষ্ট হই। আধ্যাত্মিক । ভাব ইহার বিপরীত। ইহাতে যে কাৰ্য্যটী একবার আপনার বলিয়া স্থির হইল, তাহ চিরজীবনের নিমিত্ত। ঈশ্বরকে যেরূপ : অবিশ্বাস করিতে পারি না, সে কাৰ্য্যটকেও ঠিক সেইরূপ অবি
পাতা:ধর্ম্মসাধন.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।