পাতা:ধর্ম্মসাধন.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই দুই একত্র চাই। পাপ পরিত্যাগ করিতে হইলে প্রলোভন হইতে দূরে থাকাকে প্রথম উপায় স্বরূপ করা ভাল, সেটা কিন্তু লক্ষ্য করা ভাল নয়। ঈশ্বর এরূপ স্থানে আমাদিগকে রাখিয়াছেন যে, প্রলোভনের সহিত সাক্ষাৎ করিতেই হইবে। প্রলোভনের সহিত সংগ্রাম করিয়া পাপ জয় করিতেই হইবে। বহুদিন করিলেই যদি পূৰ্ব্ববৎ পাপের উদ্রেক হয়, তাহা হইলে ধৰ্ম্ম বল আর কি সঞ্চিত হইল ? • পাপের সম্বন্ধ সকল ধৰ্ম্মের সম্বন্ধে পরিবর্তিত করা পাপ ত্যাগের একটা স্থায়ী ও প্রকৃষ্ট উপায়। প্রতি শনিবার সন্ধ্যার সময় কাশীপুরে গিয়া মদ্যপান করা যাহার অভ্যাস দাড়াইয়াছে, সেই সময়ে তাহাকে ব্ৰহ্ম সংকীৰ্ত্তনের স্থলে লইয়া মাতাইয়া তুলিতে হইবে। তাহা হইলে সে ব্যক্তি পাপ ভুলিয়া তাহার পরিবর্তে একটা ধৰ্ম্মের বিষয় পাইবে। পরে ক্রমাগত চিন্তা করিয়া তাহাকে পাপের বিষময় ফল হৃদয়ঙ্গম করিতে হইবে ;. করিয়া রাখিতে হইবে। পাপের চিকিৎসা জর রোগের চিকিৎসার দ্যায়। যখন জরের বেগ প্রবল থাকে, তখন ‘মিক্‌শ্চর’ দিয়া কমাইয়া আনিতে হয় এবং একটু তাহার বিরাম দেখিলেই কোয়েনাইন প্রয়োগ করিতে হয়। যখন পাপ প্রবল থাকিবে তখন তাহা কমাইবার চেষ্টা এবং সে পাপ একটু অবসর লইলেই সতর্ক হইয়া উপায় অবলম্বন করা। পাপের প্রমত্তাবস্থায় ধৰ্ম্মেীপদেশ বৃথা। তখন কেবল কোন মতে কমাইবার চেষ্ট, থামিলে