পাতা:ধর্ম্মসাধন.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sર . ধৰ্ম্মসাধন। সাধু সঙ্গ, উপাসনা ও প্রার্থনায় মনকে দৃঢ় করা কৰ্ত্তব্য। রোগ প্রতিদিন আত্মচিন্তা নিতান্ত আবশুক। প্রতি দিনের প্রাপ জানাও পরিত্রাণের উপায়। চোর ধৃত করিয়া রাখিতে পারিলেও নিস্তারের অনেক উপায় হয়। প্রতিদিনের পাপগুলি পাঠের স্থায় মুখস্থ বলিতে পারা যায়, এমন করিয়া জানা উচিত । আমরা এত পাপে পাপী হইয়া পড়ি যে, গণনা স্থলে আপনদিগের কোন পাপেরই নামোল্লেখ করিতে পারি না । সুস্থ শরীর ব্যক্তির একটু মাথা টন টন করিলে সে তাহ বলিতে পারে, কিন্তু যাহার সর্বাঙ্গে রোগ, তাহার সুস্থত অসুস্থতা তুল্যানুতুল্য । । পরিত্রাণের মূলমন্ত্র । . . . . . . - —3%?— - প্র। পাপ হইতে পরিত্রাণের উপায় কি ? - উ। ধৰ্ম্ম সম্বন্ধে একটা গুপ্তকথা অনেকে স্মরণ করেন নাi চুলের ন্যায় স্বহ্ম মতের উপর বিশ্বাস রাখিতে পারিলে তাহাতেই পরিত্রাণ হয়। বাহানুষ্ঠানরূপ মোটা বাধন ক্ষয় হইয়া যায়, কিন্তু দৃঢ় করিয়া রাখে। লোকে কড়ীকাঠ ধরিয়া ডোবে, কিন্তু আবার চুল ধরিয়া বাচিয়া যায়, ধৰ্ম্মরাজ্যের এইরূপ আশ্চৰ্য্য ব্যাপার। ... * * * *