পাতা:ধর্ম্মসাধন.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । * ఫిల్మ్స్ যে ব্যক্তি সমস্ত দিন কেবল চিন্তা বা ভক্তি লইয়া থাকেন,তাহকেও মিতাচারী বলিতে পারি না। টাকার সদ্ব্যয় কি? টাকা জমান নয়, কেবল ব্যয় করাও নয় ; কিন্তু যে সকল কাৰ্য্যের জন্ত টাকা, সেসকলগুলিতে তাহ উপযুক্তরূপে ব্যয় করা। অতএব সময়ের সদ্ব্যয়ের অর্থ, ভাল বিষয়ে যথা পরিমাণে সময় সময়ের যথা:পরিমাণ কিরূপে ঠিক্‌ করা যায়? এক; ফল কালে দিবসের কার্য্য চিন্তা করিয়া যদি মন প্রফুল্ল হয়, সময় সদ্ব্যয়ের তাহাই উত্তম পরীক্ষা। জীবনের নানা অবস্থার ভিন্ন ভিন্ন ভিন্ন কর্তব্য ভিন্ন ভিন্ন পরিমাণে সাধন করা আবর্তক। বাল্যকালে পাঠে এবং পরিণত বয়সে বিষয় কাৰ্য্যে অধিক সময় যাইবেল কিন্তু সকল অবস্থাতেই চিন্তা, প্রীতি, উপাসনা:এ সকল কিছু না কিছু পরিমাণে উন্নত হইতে থাকিবে। সংসারে যে সময়ে যেটার অধিক অভাব সেই বিষয়ে যেমন টাকা অধিক ব্যয় হয়; জীবনের যে অবস্থায় যে অভাব অধিক, তদনুসারে সময়ও অধিক ব্যয় করিতে হইবে। প -- করিতে হইবে। লোকে আফিসে যে এত সময় ব্যয় করেন; তাহ সংসারের সেবা করিবার জন্ত নয়; তোহ বিনিময় করিতে বাধ্য। অফিসের কাজ করিয়াকে সময়