পাতা:ধর্ম্মসাধন.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ ধৰ্ম্মসাধন । । প্রতি খাটবে, অথচ প্রত্যেকেরর পক্ষে তাহ কিছু কিছু বিশেষ হইবে। ব্রাহ্মদিগের যেমন মূল বিশ্বাসে সাধারণের ঐক্য আছে অথচ তাহার মধ্যে প্রত্যেকের স্বাধীনতা ও বিশেষ মতও বিলুপ্ত । হয় নাই, এবিষয়েও সেইরূপ নিয়ম অবলম্বনীয়। উপাসকমণ্ডলীর মধ্যে যে যে শ্রেণীর লোক আছেন, তাহাদিগের অবস্থা বিবেচনা করিয়া নিম্ন লিখিত দৈনিক জীবনের সাধারণ প্রণালী নির্দিষ্ট হইল। প্রতিদিন প্রত্যেক উপাসকের এই সকল বিযয়ের জন্য সমঞ্জসভাবে চেষ্টা করা কর্তব্য। . . . . . . . অফিসের কার্য্য ه ه • ' ' • • • ৮ঘণ্টা শারীরিক જ a : - . ৩ঘণ্টা । সাংসারিক * - . to go to @ 驗 總 ১ঘণ্টা; জ্ঞান বা পুস্তক পাঠ . . ২ঘণ্ট1 উপাসনা ও ধৰ্ম্ম চিন্ত৷ •.. • •.ր ১ঘণ্টা; ব্রাহ্ম পরিবার সাধন ও . . . পরোপকার ' s is e ہ - = ১ঘণ্টা নিদ্রা, অফিসের কার্য্য,ও শারীরিক কাৰ্য্যে যে সময় নিদিষ্ট ধরা হইয়াছে, ইহার অধিক হওয়া কোন ক্রমে উচিত নহে। উপাসনাদির সময় নূ্যন করিয়া ধরা হইয়াছে, ইহার নূ্যন হওয়া । বিধেয় নহে। অপরিহার্য্য নিকৃষ্ট কৰ্ত্তব্য সকল সম্পন্ন করিয়া উৎকৃষ্ট কাৰ্য্যে অধিক সময় দান করিবার জন্য সকলের লক্ষ্য