পাতা:ধর্ম্মসাধন.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । 39 য়ে কাৰ্য্যে পণ্ডশ্রম করেন, বিশ্বাসী লোক সেই কাৰ্য্য করিয়া পরম শাস্তি, আনন্দ ও মহত্ব লাভ করেন। স্ত্রী জাতির প্রতি কৰ্ত্তব্য। প্রশ্ন। স্ত্রীজাতির প্রতি কিরূপ ব্যবহার করা উচিত ? উত্তর । মনুষ্য-প্রকৃতি কেবল পুরুষের প্রকৃতি নয়, নারীর প্রকৃতিও তাহার অৰ্দ্ধাঙ্গ। মনুষ্য-প্রকৃতির যে অংশ নারীদিগের মধ্যে আছে, তাহা পুরুষের মধ্যে নাই, তাহার প্রতি প্রকৃত শ্রদ্ধা হওয়া আবশুক। আমাদিগের দেশের স্ত্রীজাতির বাস্তবিকহীনাবস্থা, তাই তাহদের উন্নত ভাব দেখিয়া হৃদয় । স্বভাবতঃ আকৃষ্ট হয় না। তথাপি এদেশীয় মাতাদিগের স্নেহ, বিধবাদিগের কঠোর ব্রতনিষ্ঠা এবং অনেক অসচ্চরিত্র ব্যক্তির পত্নীদিগের সাধুতা দেখিয়া কেহ শ্রদ্ধা না করিয়া থাকিতে পারেন না। কিন্তু বিশেষ বিশেষ নারীর জীবন দেখিয়া নারীজাতির প্রকৃরির প্রতি শ্রদ্ধা উদ্দীপন করা অসম্ভব। কতক গুলির সদগুণ দেখিয়া যেমন ভক্তি হয়, আবার কতক গুলির অসদাচার দেখিয়াও দারুণ ঘৃণা জন্মে। এই স্ত্রীলোকেরই এক সময়ে দেব প্রকৃতি, আবার অন্ত সময়ে তাহার আস্থরিক মূৰ্ত্তি দেখা যায়। এই জন্য আমাদিগকে প্রথমে একটা সাধারণ নারীপ্রকৃতি আদর্শ স্বরূপে গ্রহণ করিতে হইবে। তাহার প্রতি শ্রদ্ধা সঞ্চারিত হইলে বিশেষ বিশেষ নারীকে বিশেষ রূপে