পাতা:ধর্ম্মসাধন.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । 8& এ বিষয়ে আমাদের অপেক্ষা ইউরোপীয়দিগের অনেক সুবিধা দেখা যায় । - ... -- نمبر প্রশ্ন। কিরূপে ভ্রাতৃভাব বৃদ্ধি হয় ? . . উত্তর। ভ্রাতৃভাব বৃদ্ধির প্রথম উপায় ঈশ্বরকে পিতা বলিয়া স্বীকার করা, কারণ পিতা না থাকিলে ভ্রাতার সম্বন্ধ কোথা হইতে আসিবে ? উপাসনকালে যেমন ঈশ্বরকে সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, দয়ামায় বলিয়া জানিতে হয়, তেমনি তাহার সহিত আমাদিগের জীবনের যে মধুর সম্বন্ধ সেইটা স্থির করা আবশুক । র্তাহাকে পিত। জানিয়া যত ভক্তি এবং শ্রদ্ধা করিব, ভ্রাতাদের প্রতি শ্রদ্ধা তত্ত বাড়িবে। এক মধ্যবিন্দু স্বরূপ ঈশ্বরের সহিত যাহাদিগের টান আছে, তাহীদের পরস্পরের সহিত অবশুই দ্বিতীয় উপায়, রিপুদমন করা । ক্রোধ, হিংসা, স্বার্থপরতা, উপেক্ষ এবং নিষ্ঠুরতা এই কয়েকটা ভ্রাতৃভাবের প্রধান শক্ৰ । আমরা প্রার্থনা কলে যে ভ্রাতৃভাব প্রার্থনা করি, কাৰ্য্যকালে তাহা দেখাইতে পারি না। ভ্রাতা যদি একটু কটু কথা কন, ক্রোধে উন্মত্ত হই, কতপ্রকার তীব্র বাক্য বলি ভ্ৰাত ব্ৰাহ্ম