পাতা:ধর্ম্মসাধন.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ ধৰ্ম্মসাধন । হইলেও প্রতির খৰ্ব্বত এবং হৃদয়ের অপ্রশস্ততার জন্য ক্রোধ করি। এই ক্রোধকে দমনে রাখিতে হইবে। শুধু ক্রদ্ধ হইব না বলিয়া ক্ষান্ত হওয়া উচিত নয়। কিন্তু ক্রোধের পরিবৰ্ত্তে ক্ষমা চাই। ক্ৰোধ না করিবার অনেক কারণ থাকিতে পারে। আমি হীনবল হইতে পারি, অন্ত ক্ষতির ভয় করিতে পারি, অথবা ক্রোধ বৃদ্ধির ভয়ে কিছু না বলিতে পারি। কিন্তু ভ্রাতার প্রতি ক্ষমা চাই, সদ্ভাব চাই। ক্রোধকে ক্ষম দ্বারা জয় করিতে হইবে। যাহাকে একবার ভাই বলিয়াছি, তাহার সহস্ৰ দোষ মার্জনীয় এবং অবশেষে সে দোষ গুলি । সংশোধন করিতে হইবে । এইরূপ প্রেমের ভাব না থাকাতে এক সময়ের ভ্রাতা অপর সময়ে শক্র হন। ক্ষমা গুণটা সৰ্ব্বদ চাই, এই জন্য আমাদিগের মধ্যে যিনি নম্র, তাহঁর ভ্রাতৃভার অধিক । , - - একদিকে এই অপর দিকে পরঐকাতরতা ও হিংসাকে পরিত্যাগ করিয়া ঈশ্বরে নির্ভর করিতে হইবে। আমাকে তিনি যা দেন, তাহাই যথেষ্ট জ্ঞান করিয়া পরস্থখে সুখী হইতে হইবে। ভ্রাতার স্বার্থ সাধনের জন্য যত্নবান হইতে । হইবে। তিনি দুঃখে পড়িয়াছেন, দেখিয়া, তাহাকে যেরূপে পারি সাহায্য করিতে হইবে ; আবার পাপগ্ৰস্ত হইয়াছেন দেখিয়া, সছুপদেশ এবং সৎ পুস্তক প্রভৃতি দিয়া, তাহার উদ্ধার চেষ্টা করিতে হইবে। তাহার সর্বপ্রকার শারীরিক এবং আধ্যাত্মিক দুঃখে দুঃখী হওয়া চাই। ইহা নিশ্চয় যে, যখনি ভাল উপাসনা হয় না, তখনি ভ্রাতৃভাব দূর হয়। আবার উপা