* ধৰ্ম্ম সাধন । । 8१ সনা ভাল হইলেই প্রণয়, স্নেহ, আদরের বৃদ্ধি হয়। যখনি ভক্তি নাই, তখনি ভ্রাতৃভাব নাই, কথায় মিষ্টত নাই, আচার অতএব প্রথম নিয়ম—ঈশ্বরে ভক্তি বৃদ্ধি করা ; দ্বিতীয়, ভ্রাতার দোষে ক্রোধনা করা, ভ্রাতার মুখে দুঃখী না হইয়৷ মুর্থী হওয়া এবং দুঃখে উপেক্ষ না করা। ’ . & প্র। ধৰ্ম্মসম্বন্ধে পরিবার বন্ধনের ভাব কি প্রকার ? ' ' উ।. আমরা দুই প্রকারে ধৰ্ম্ম সাধন করি, এক কৰ্ত্তব্যবুঝিয়া সকল কাজ করা, আর একটা এসকল কাজ না করিলে ধৰ্ম্ম রাজ্যে কোন মতে প্রবেশ করিতে পারিব না, এই বিশ্বাসে ' করা। শেষটাই প্রকৃত পরিত্রাণের উপায় বলিতে হইবে। মাছের । জলে না থাকা অনুচিত, আর জলে না থাকিলে তাহার জীবন । রক্ষা হয় না, নিশ্চয়ই দুয়ের মধ্যে শেষটার গুরুত্ব যে অধিক, কে - না স্বীকার করিবে ? জীবনের বিষয় কথা দ্বারা ব্যক্ত করা যায় । না। আমরা উপাসনাতে কি করি, কেহ কথায় বলিতে পারেন । না। পরমাত্মা সম্বন্ধে জীবাত্মা এমন একটা ভাবে (Attitude) বসে, যে, তার ভাব সকল আত্মাতে প্রবেশ করে একটি সামান্য দৃষ্টান্ত দ্বারা বুঝা যাইতে পারে। আমরা হাই তুলিবার সময় । কি করি? কেবল ই করিলে হয় না; চেষ্টা করিয়াও ইহা হইতে পারে না, ইহা শরীরের কেমন একটা অবক্তব্য অবস্থা হয়, তাহারই প্রকাশ মাত্র। ভাই ভগিনী সম্বন্ধে তেমনি একটা (Attitude) স্বাভাবিক জীবনগত ভাব হইলে তবে পরিবার কি বুঝা যায়। এই ভাব হইলে অন্তর পরস্পরের প্রতি না টানিয়া থাকিতে
পাতা:ধর্ম্মসাধন.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।