পাতা:ধর্ম্মসাধন.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" محمي ধৰ্ম্মসাধন । পারে না, পরস্পরের প্রতি কুটিলতা হিংসাদি কুভাব কখনও স্থান পাইতে পারে না। " .. " প্র। এক ধৰ্ম্মসাধন হয় কি না ? - পাপে বাধা দেয়। কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহঙ্কার এই সকলের অর্থ কি ? পরস্পরের সম্বন্ধে কুভাব। উপাসনায় বসিয়া ভ্রাতার সহিত কলহ বিবাদ স্মরণ করিয়া মন এরূপ কলুষিত ও অস্থির হয় যে, ঈশ্বরের প্রসন্ন মুখ দেখিবার অগ্রে ভ্রাতার সহিত সদ্ভাব সাধন আবশুক হইয়া থাকে। ভ্রাতা ভগিনীর প্রতি সকল পাপ যদি দূর হয়, ধৰ্ম্মসাধন সহজ হইয়া উঠে। ভ্রাতাদিগের সহিত ধৰ্ম্মসাধন আমরা আড়ম্বর বলিয়া বোধ করি, আবশুক বলিয়া তত বিবেচনা করি না । বাস্তবিক হৃদয়ের ভাব যতক্ষণ পবিত্র না হয়, ততক্ষণ আধ্যাত্মিক নির্জন সাধনও আড়ম্বরপূর্ণ হইতে পারে। আমরা ঈশ্বরকে বরাবর ফাঁকি দিতেছি, পরিবার সাধন করি না। সকল ধৰ্ম্মেরই একটি প্রধান অভাব সংসারের প্রলোভন ছাড়িয়া বনে গিয়া কিসে আপনার মুক্তিটির সুবিধা করিয়া লইব । ইহা অত্যন্ত স্বার্থপরতার ধৰ্ম্ম। ধৰ্ম্ম সাধনের জন্য নির্জনতা আবণ্ঠক বটে, কিন্তু তাহ পরিবারের মধ্যে থাকিয়াও হয় এবং তাহার উদ্দেশ্য স্বার্থসাধন নয়, কিন্তু পরিবারের মঙ্গল সাধন। হিন্দুদিগের পরিবারের মধ্যে এক জন যখন শ্ৰীক্ষেত্রে কি অন্ত কোন তীর্থ স্থানে যান, সেখান হইতে সকলের জন্ত কিছু কিছু ,