পাতা:ধর্ম্মসাধন.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাভজনক। যিনি ইহাতে কৃতকাৰ্য্য হন, তিনিই ধন্য। এই চিরশত্রু যাহাতে বলি হয়, তাহার জন্য বিশেষ চেষ্টা ও প্রার্থন। চাই—বিশেষরূপে প্রস্তুত হওয়া চাই। যদি উৎসবের মহ দ্বিতীয়তঃ– পাপ রোগ হইতে যেমন-মুক্ত হওয়া, চাই, সেইরূপ কতকগুলি সাধু ভাব অর্জন করা আবশ্যক। তাহার উপায় উপাসনা। যে উপাসনা করিতে পারে, তাহার পক্ষে সকল পাপ ছাড়া সহজ, পূর্বে এই বিশ্বাস ছিল, এখন ইহ আরও দৃঢ় হইতেছে। আমাদের প্রকৃত উপাসনা হয় না, তাহার । ফলের প্রতি ঘোর অবিশ্বাস, এই জন্য এত দুরবস্থা। উপাসনা । চিরকালের ধন ও সম্বল, ইহা সংগ্ৰহ থাকিলে সচ্ছন্দে জীবন / কাটান যায়, কোন ভাবনা থাকে না। ইহাতে কে কি পরিমাণে উন্নতি লাভ করিয়াছি, বিশেষরূপে দেখা আবশ্যক। ৩৪ বৎসর আমাদের উপাসনা প্রণালী একরূপই চলিয়া যাইতেছে। সকলের এক প্রকার না হউক, প্রত্যেকের এক এক প্রকার উপাসনা পূৰ্ব্বে চঞ্চল অবস্থায় ছিল, এখন স্থির আকার ধারণ করিতেছে। আমাদের দেখা উচিত, যদি আর ৫০ বৎসর এই পৃথিবীতে থাকিতে হয়, এইরূপ উপাসনা লইয়া সন্তুষ্ট থাকিতে পারি কি না ? ইহা দ্বারা জীবনে সম্পূর্ণরূপে ঈশ্বর সেবা করিতে পারি কি না? আমরা দেখিতে পাই দুইটা কারণে অনেক ব্যক্তি ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিয়াছেন। কতক গুলি ব্যক্তি কাম, ক্রোধ, সংসারাসক্তি ইত্যাদি দোষী