g ধৰ্ম্মসাধন ) , હ ૧ হয়। শরীরের সম্পূর্ণ স্বস্থাবস্থা কখন ? না যখন রক্ত পবিত্র এবং সৰ্ব্বাঙ্গ পরিপুষ্ট। আত্মার অন্তরে যখন পবিত্রতা ও চরিত্রে বিশুদ্ধ ভাব, তখনই তাহার সম্পূর্ণ স্বস্থাবস্থা বলা যায়। কিন্তু অনেক সময় এরূপ হয় শরীরের সকল ব্যাধি আরাম হইয়াছে, কিন্তু দুটা কি একটা যাইতেছে কি না যাইতেছে, বুঝা যায় না । ক্ষুধা হইতেছে, বেড়াইতেছি, কিন্তু শরীরের দুই এক স্থানের গ্নানিতে অসুখ যাইতেছে না। এক্ষণে ব্রাহ্মদিগের মধ্যে অনেকের এইরূপ ভাব। পাপ অনেক গিয়াছে, কিন্তু কতক আছে। সকলেই দেখেন উপাসনাদি দ্বারা অন্তরে পবিত্রত সঞ্চরণ করিতেছে, কিন্তু সকলেরই প্রায় দুই এক খানা ঘা দগ । দগ, করিতেছে। ইহাতেই বোধ হয় রোগ প্রায় যেমন তেমনি আছে। আমরা এক পক্ষে অনুন্নতি ও অন্তপক্ষে উন্নতি স্বীকার করিতে পারি না। এজন্য অত্যন্ত সাধু ব্যক্তিকেও সতর্ক হওয়া আবশুক। এমন এক এটি পাপ আছে যে, অত্যন্ত উন্নত ব্যক্তি ২০৩০ বৎসরেও তাহ জয় করিতে পারেন না, অথচ একটি নিকৃষ্ট ব্যক্তি হয় ত ছয় মাসে তাহ হইতে নিস্কৃতি পাইতেছেন। । রক্ত কত পবিত্র হইতেছে, ইহা দেখিয়া সাধারণ উন্নতির তুলনা করা যায়। রক্ত ভালরূপ পবিত্র হইলে দুই এক খানা ঘা অনায়াসে আরোগ্য হইতে পারে, কিন্তু দুই একখান ঘ
পাতা:ধর্ম্মসাধন.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।