- ধৰ্ম্মসাধন । । , بني . তেমনি দুই বিষয় দেখিতে হইবে। সমস্ত মনের সাধুভাব বুদ্ধি । হওয়া চাই এবং বিশেষ পাপ সকল দমন হওয়া আবশ্বক। এক । দিকে পাপ দমন, অন্য দিকে ধৰ্ম্ম উপার্জন, এক দিকে । ছৰ্ব্বলতা হ্রাস, অন্যদিকে বলের বৃদ্ধি ; এক দিকে সংসারে । খাইয়া শরীর মোটা দেখিয়া ব্যাধি স্বীকার করেন না, উৎসবের । আমোদে ধৰ্ম্মোৎসাহ লাভ করিয়া যাহারা পাপ স্বীকার না করেন, তাহদের ভাবও সেইরূপ। , পাপ দমন এবং পুণ্য সঞ্চয় হইলে দেখিতে হইবে, পাপ করা কত কঠিন এবং পুণ্যানুষ্ঠান কত সহজ হইতেছে। এট আরও উচ্চ পরীক্ষা। ধৰ্ম্মপথে যে ১০ ক্রোশ অগ্রসর হইয়াছি, আবার ফিরিয়া যাইতে পারি কি না ? এক জন বলিতে পারেন প্রয়োজন হইলে আশ্চৰ্য্য কি ? অার একজন বলিবেন, অত হাঠিয়া যাইব না, ৪ ক্রোশ যাইতে পারি। আর এক জন হয়ত বলিবেন, যদি যাই সহজে যাইব না, অনেক সংগ্রামের পর। আমাদের অবস্থায় দেখিতে হইবে উপাসনা কত সহজ হইতেছে। পূৰ্ব্বে উপাসনা না করিলে যেরূপ কষ্ট হইত, এখন তাহার অপেক্ষ অধিক হয় কি না ? যদি বলি শরীর নীরোগ হুইয়াছে, কিন্তু নিঃশ্বাস ফেলিতে কিছু কষ্ট হয় ; চিকিৎসক । অমনি ভিতরে রোগ আছে সন্দেহ করবেন। উপাসনা করিতে বসিলেই শ্রদ্ধা ভক্তি দিয়া তাহার পূজা করিতে পারা যায় কি না ? উপাসনা কি নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় সহজ হইতেছে ?
পাতা:ধর্ম্মসাধন.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।