পাতা:ধর্ম্মসাধন.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুমুক্ষু ধৰ্ম্মপরিবার । প্র। উপাসক মণ্ডলীতে আসিবার উদ্দেশু কি ? উ। একটি ( Religious body) ধৰ্ম্ম পরিবার স্থাপন কর। ইহার উদ্দেশু। এক এক ধৰ্ম্মসাধন হয় না, আমা দের শাসনের জন্ত—সাহায্যের জন্ত পরস্পরের জীবনের আমুকুল্য নিতান্ত অবিশুক । - প্র । ধৰ্ম্ম পরিবার কি প্রকার ? : - উ। শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গ যেমন এক প্রাণে প্রাণ- । বিশিষ্ট হইয়া পরস্পরে মিলিত ভাবে কাৰ্য্য করে, উপাসক মণ্ডলীর সকল সভ্যের সেই ভাবে কার্ষ্য করা আবশ্যক । এক . ঈশ্বর সকলের প্রাণ, তাহার জন্ত একরূপ তৃষ্ণ ব্যাকুলত সকলের হৃদয়ে, তাহাকে পাইবার উপায় কি, এই এক প্রশ্নে সকলের মন আন্দোলিত, যখন পরম্পরে দেখা সাক্ষাৎ তখন সেই । বিষয় লইয়াই আলাপ | এইরূপে সকলেরই এক অভাব, এক উপায়, এক সাধন হইলে পরস্পরের স্থায়ী মধুর যোগে একটা ধৰ্ম্ম পরিবার বন্ধন হয় এবং সকলের আত্মার প্রকৃত উপকার সাধন করে । - . - প্র । ব্রাহ্মসমাজের বর্তমান অপেক্ষাকৃত উন্নত অবস্থায় । নুতন ব্যক্তি কিরূপে যোগ দিতে পারে ? : -