পাতা:ধর্ম্মসাধন.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड्रमिक। مبس سے مسب نسب È, - | ধৰ্ম্ম জীবনের বস্তু ও সাধনের ধন । ধৰ্ম্ম কে জীবনে পরিণত করিবার জন্য ব্রাহ্মসমাজে শুভক্ষণে সঙ্গত সভার প্রতিষ্ঠা হয় এবং ধৰ্ম্ম সাধনের প্রকৃষ্ট প্রণালী সকল তাহাতে আলোচিত, স্থিরীকৃত ও অবলম্বিত হয় । o ইহার ফলে অনেকগুলি ব্রাহ্মজীবন গঠিত হইয়াছে । * এবং তদ্বার ব্রাহ্মসমাজের বল,সৌন্দৰ্য্য ও উন্নতি বিধান | করিয়াছে সঙ্গত, সভার প্রথম আলোচিত কতকগুলি বিষয় লইয়া “ব্রাহ্মধর্মের অনুষ্ঠান” নামক পুস্তক } প্রকাশিত হয়, সাধন-প্রবর্তকদিগের পক্ষে ইহা একখানি | মহোপকারী গ্রন্থ। সঙ্গত সভায় ও ব্রহ্মোপাসক মণ্ডলীতে উত্তরোত্তর যে সকল গৃঢ় ধৰ্ম্মতত্ত্ব আলোচিত ও সাধনের y"ঙ্কেত সকল অবধারিত হয়, তাহ সংগ্ৰহ করিয়া এই দান পুস্তক প্রচারিত হয় এবং ‘ধৰ্ম্ম সাধন’ নামে (. সাপ্তাহিক পত্রিকাও কিছু দিন প্রকাশিত হইয়াছিল। প্রথমবারের প্রচারিত ধৰ্ম্ম সাধন নিঃশেষিত হওয়াতে ইহা দ্বিতীয়রার মুদ্রিত হইল। আশা করি