পাতা:ধর্ম্মসাধন.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসন 속 প্র। যে দিন উপাসনা করিতে গিয়া অনেক চেষ্টা করিরাও কিছুই হইল না, সে দিন কি বলিব ? - | উ। “হে ঈশ্বর! আমাকে যে দেখা দিলে না, ইহাতে দয়া প্রকাশ করেছ, কেন না এমন পাপী তোমাকে দেখা ម្ល៉េះ উপযুক্ত নয়।” ঠিক ভাবে একথা বলিলে দেখা না i ইয়া যায় না । o - প্র। উপাসনা প্রকৃত ভাবে অভ্যাস করিবার জন্ত প্রথম উপায় কি কি ? * . . . - & উ। যাহা উপরে বলা হইয়াছে, তাহা হইতে এই তিনটী উপায় গ্রহণ করা যাইতে পারেঃ-- ( ১ ) আপনার অসারত ও জঘন্তত ভাবিয়া ঈশ্বর ভিন্ন গতি নাই বলিয়া তাহার শরণাপন্ন হওয়া । (২) তাহার চৈতন্যস্বরূপ সমুদায় জগতে ও আপনার প্রাণের মধ্যে বৰ্ত্তমান, বার বার চিন্তাদ্বারা উপলব্ধি করা। (৩) উপাসনার সময় দুশ্চিন্তা আসিয়া মনকে চঞ্চল করিলে ছোট ছোট প্রার্থনা দ্বারা আপনার ঠিক অবস্থা ঈশ্বরের নিকট প্রকাশ ও তাহার করুণ প্রার্থন । - ঈশ্বরের সত্তা উপলব্ধি যাহ উপাসনার প্রথম সাধন,তজ্জন্ত এই কয়েকটা উপায় বলা হইল । আরাধনা, প্রার্থন। অাদির সাধন স্বতন্ত্র ।