পাতা:ধর্ম্মসাধন.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 ধৰ্ম্মসাধন । , না । আমার রাগ আছে, কিন্তু তাহ যে বিশেষ হানিকর এরূপ বিবেচনা হয় না। সেই রাগ আবার অনেক সময় কৰ্ত্তব্যের পাগড়ী পরিয়া আইসে এবং শ্লাঘার হেতু বলিয়া প্রতীত হয়। কিন্তু রাগ ইহার উগ্রতম মূৰ্ত্তি ধারণ করিয়া কতস্থানে কত ভয়ঙ্কর কাণ্ড সংঘটন করিয়াছে, তাহ মনে করিলে আর ইহাকে কখনই সামান্য বলিয়া তুচ্ছ করা যায় না। যাহার যে পাপ অধিক প্রবল, তিনি তাহার প্রবলতা এবং তজ্জনিত অনিষ্ট নিজের জীবনেই বিলক্ষণ জানেন । সুযোগ পাইলে তাহা তদপেক্ষা আরও কত প্রবল হইয়। কত জঘন্য কার্ষ্য সংঘটন করিতে পারে, ইহা মনে করিলে নিজের পাপের জন্য ব্যাকুলত না আসিয়া যায় না। স্থির ভাবে এইরূপ চিত্ত করিলে জীবনের প্রকৃত অভাবের জন্য হৃদয় স্বতই ব্যাকুলিত হয়। প্র । র্যাহার। নিজের বিশেষ অভাব বোধ করিতে পারেন না, তাহাদের পক্ষে কর্তব্য কি ? - উ। যাহারা ধর্মের উপদেষ্ট এবং মানবপ্রকৃতি উত্তমরূপ বুঝেন, তাহাদের নিকট গমন করা উচিত । সম-হৃদয় ব্যক্তিগণের সহিত ধৰ্ম্ম জীবন সম্বন্ধে আলোচনা করিলেও আপনার যথার্থ অবস্থা প্রকাশিত হয় । , - প্র । আমাদিগের যে সকল দোষ কৰ্ত্তব্যের বেশ ধরিয়া আসিয়া শেষে সৰ্ব্বনাশ করে, তাহাদের প্রতিবিধানের উপায় । কি ? *ح. উ। রাগ যদি আমার একটা দুৰ্দ্ধান্ত রিপু হয়, একমাস কি অন্ততঃ সাত দিনের জন্য এরূপ প্রতিজ্ঞা করিতে হইরে