পাতা:ধর্ম্মসাধন.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ } প্রথানা। S যে কোন কারণেই মনে রাগকে আসিতে দিব না। তজ্জন্য লোকের কাছে তাড়না যন্ত্রণ ও অপমানও সহ্য করিতে প্রস্তুত হইতে হইবে । এরূপ প্রতিজ্ঞাপূর্বক এক দিন চলিতে পারিলেও উপকার দেখা যায় । প্র । ঈশ্বরের নিকট অনুতাপ ও প্রার্থন করিয়া হৃদয়ের পাপ গিয়াছে এক সময় বোধ হয়, কিন্তু আবার সে পাপ জাজল্যমান হইয়া প্রকাশ পায় কেন ? متی * * উ। আমাদিগের যত বয়োবৃদ্ধি হুয়, আত্মার গঠন ততই দৃঢ়তর হইতে থাকে পৃথিবী যেমন স্তরে স্তরে নিৰ্ম্মিত হইয়াছে, আমরাও তেমনি কুঅভ্যাসের মধ্য দিয়া আসাতে পাপের এক এক স্তরে হৃদয় গঠিত হইয়াছে। আমরা এখন যে পাপের অবস্থায় আছি, যত্নপূর্বক ঈশ্বরের নাম করিয়া তাহার স্তর কাটিলাম, মনে সুখোদয় হইল। কিন্তু পরক্ষণেই খনিত স্তরের নিম্নে আর এক স্তর দেখি এবং সাধনদ্বারা তাহাও দূরীকৃত করিলে তন্নিম্নে অন্যভর স্তর দেখিয়া চমকিয়া উঠি । তাহা কাটিয়া নিম্নে আর এক স্তর এইরূপ ক্রমাগত দেখিতে পাই। যতক্ষণ সকল স্তর কাটিয়া মন সম্পূর্ণ পরিস্কৃত না হয়, ততক্ষণ হৃদয়ে পাপের রাজত্ব রহিয়াছে নিশ্চয় জানিতে হইবে । খ্ৰীষ্টানের যে মনুষ্যপ্রকৃতিতে ( absolute sin ) পূৰ্ণপাপ বলেন, তাহার মূল এখানে । এক দিনের জীবন ধৰ্ম্ম । জোতে ভাসিলে পাপের দাগ উঠে না, মুখের দুটা কথায় কি চিরজীবনের পাপ যায় ? এত পাপের স্তরে হৃদয় পাষাণের ন্যায় কঠিন হইয়াছে, ইহাতেও যে ঈশ্বর শান্তি আনন্দ দেন সে তাহার কৃপাগুণে, আমাদিগের গুণে নয় ।