প্রার্থনা ৷ :ృNని 혁n, ঈশ্বরকে কিরূপ ভাবিয়া প্রার্থনা কবিতে হইবে ? উ। ঈশ্বর আছেন—যথার্থ জীবন্ত এক ব্যক্তি সম্মুখে বৰ্ব: মান; ইহা বিশ্বাস করিয়া ছুটি কথা বলিতে পারিলেও প্রার্থনার কাৰ্য্য হয় । +. - প্র। আমরা কি প্রকার ভাবে উপাসনা করিতে গেলে তাহাতে সক্ষম হইতে পারি? . উ । আপনার বলের উপর নির্ভর করিয়া ঈশ্বরের উপাসন করিতে গেলে ঈশ্বরের দ্বার আমাদিগের নিকট রুদ্ধ হয়। যত ব্ৰহ্ম কৃপাবল এবং আপনার অসারতী হৃদয়ঙ্গম করিব ততই উপাসনায় সক্ষম হইব । প্র। উপাসনা বিষয়ে আপনার অসারত কিরূপ হৃদয় জয় করিতে হয় ? : - - উ। একটু শরীরের কল বিকড়াইলে অথবা সংসারের অবস্থা একটু প্রতিকুল হইলে আর আমরা উপসনাতে মন স্থির করিতে পারি না। আমাদিগের কত দুর্ঘটনা সৰ্ব্বদাই ঘটতেছে এবং পরীক্ষাতে মনের বল বেশ বুঝিতে পারিতেছি । আমরা যেরূপ অপরাধী, প্রলোভনের অধীন, প্রবৃত্তির দাস, সংসার ভয়ে ভীত তাহা মনে করিলে দেবদুর্লভ ঈশ্বরের পবিত্র চরণ পূজায় আমাদের কিছু মাত্র অধিকার আছে একথা মনে করিতে কি সাহস इब्रु ? তবে যে অধিকার পাই, ভাহা কেবলি ব্রহ্মকৃপাবলে । - t ৫ । সমস্ত দিনের কাৰ্য্যের পর একটু সময় উপাসনা করতে গেলেই কেন মনে বিষয় কোলাহল উপস্থিত হয় ? নিশ্চিত্ত মনে উপাসনা করিবার অবসর পাওয়া যায় না ?
পাতা:ধর্ম্মসাধন.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।