পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

સ્વર ধৰ্ম্ম পুরাবৃত্ত । জন্ম হওয়া তুল্য দুঃখ নাহিক সংসারে ॥ “ জাতিপিছুখ৷” বলি বলয় ইহারে ॥ আর এক দুঃখ ভাই দেখ বৃদ্ধকালে । কোন-মতে সুখ নাহি থাকে এককালে । খাইতে শুইতে বৃদ্ধ ডাকে বাপ মায় । খাইতে বসিলে তাতে স্থখ নাহিপায় ॥ একদিন যৌবন সময়ে যেই জন । দম্ভবলে করিয়াছে লৌহকে চৰ্ব্বন ॥ এখন নাহিক দন্ত জল চিবাইতে । ইহা হ’তে দুঃখ কিবা আছে পৃথিবীতে ॥ খাইবারে সাধ কিন্তু না পারে খাইতে । শুইবার সাধে বৃদ্ধ না পারে শুইতে ॥ যৌবনে প্রস্তরোপরে করিলে শয়ন । অমনি স্থনিদ্র। যার হ’তো আকর্ষণ ॥ নবনী নিন্দিত হায় পৰ্য্যঙ্ক উপরে । না হয় স্বনিদ্ৰা রাত্রি তৃতীয়প্রহরে । প্রস্তর পর্যাঙ্ক তুল্য হইত যৌবনে । পর্য্যঙ্ক কণ্টক শয্যা জরা আক্রমণে । বাৰ্দ্ধক্যের তুল্য দুঃখ নাহিক সংসারে । “ জারাপিছুখ৷ ” বলি বলয় ইহারে ।