পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানমাহাত্ম্য । S) আর এক দুঃখ দেখ মরণ সময় । কত কষ্ট্রে দেহ হতে প্রাণ বাহিরায় ॥ শোক পরিতাপ তুল্য দুঃখ নাহি আর। সন্তান বিহীনে মাতা করে হাহাকার ॥ স্বামী হীন নারীকরে পতি হেতু শোক। নাহি জানে আপনি না র’বে এইলোক । প্রিয়ব্যক্তি সহ নর হইলে বিচ্ছেদ । অপ্রিয় সংযোগ হ’লে হয় আরো খেদ ॥ এই সব দুঃখ বলি জানিবে সকলে। নিৰ্ব্বাণ পাইবে নর দুখে মুক্ত হ’লে ৷ “ আনাত্তা” শব্দের অর্থ জানিবে অনাত্মা । “ আন৷ ” শব্দে অন বুঝ “ আত্তা” শব্দে আত্মা ॥ আমি আমি করে সবে অজ্ঞানে ডুবিয়া। আমি যে আমার নহি না দেখে ভাবিয়া ॥ মূঢ় জন করে সদ। আমার আমার । এই ধন জন আরো পুত্র পরিবার ॥ আপনার আত্মা নাহি হয় আপনার । , নাহি ভাবে অন্তে হ’বে আমার কাহার ॥ এত যত্নে যেই দেহু করিছ রক্ষণ । এক দিন হ’বে তাহা চিতার ইন্ধন ॥